তীব্র গরমে শিক্ষার্থীদের নিজ হাতে বাতাস করে প্রশংসিত শিক্ষিকা (ভিডিও)
- নয়া দিগন্ত অনলাইন
- ৩১ মে ২০২৪, ২০:১৪, আপডেট: ৩১ মে ২০২৪, ২০:১৮
শিক্ষার্থীদের নিজ হাতে পাখা দিয়ে বাতাস করছেন শিক্ষিকা। মিসরের কাফর আল শায়খ জেলার ‘ফোহ স্কুল’ নামের একটি মাধ্যমিক বিদ্যালয়ে ঘটেছে ঘটনাটি। পরে দৃশ্যটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সর্বমহলে প্রশংসিত হন ওই শিক্ষিকা।
গত বুধবার (২৯ মে) আরবি সংবাদমাধ্যম আলওয়াতান তাদের ফেসবুক পেজে ভিডিওটি সর্বপ্রথম শেয়ার করে। পরে এটি নেটিজেনদের মাঝে ছড়িয়ে পড়ে ব্যাপকভাবে।
ওই ভিডিওতে দেখা গেছে, প্রচণ্ড গরমে শিক্ষার্থীদের একটু স্বস্তি দিতে খাতা নিয়ে বাতাস দিচ্ছেন শিক্ষিকা আমানি আল মানজুজি। জানা গেছে, ওই সময় পরীক্ষা চলছিল। পরীক্ষারত শিক্ষার্থীদেরই বাতাস দেন তিনি।
শিক্ষিকা আমানি আল মানজুজি এ বিষয়ে বলেন, আল্লাহ তাআলা আমাকে কঠোর এবং একগুঁয়েমি বানিয়ে পাঠাননি; বরং মমতাময়ী একজন শিক্ষিকা হিসেবে পাঠিয়েছেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষিকার এ কাজের প্রশংসা করে বলেন, একজন শিক্ষকের ভূমিকা হিসেবে এটি একটি সম্মানজনক আদর্শ। যেটা আমাদের সন্তানতুল্য শিক্ষার্থীদের সাথে সর্বদাই হওয়া উচিত।
সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ওই ভিডিওর ক্যাপশনে লেখেন, অনুগ্রহকারীদের ওপর আল্লাহ তায়ালা অনুগ্রহ করেন... শিক্ষিকাদের জন্য এটি একটি সম্মানজনক আদর্শ এবং দৃষ্টান্ত।’
-আলওয়াতান নিউজ অবলম্বনে ইমাম হুসাইনের অনুবাদ