১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রাফায় ধ্বংসযজ্ঞে মার্কিন অস্ত্র ব্যবহার করছে ইসরাইল

- ছবি : সিএনএন

রাফায় ধ্বংসযজ্ঞে মার্কিন অস্ত্র ব্যবহার করছে ইসরাইল। ঘটনাস্থলের ফুটেজ বিশ্লেষণে এমনটি জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

আল জাজিরার খবরে বলা হয়েছে, রাফার তালুস সুলতান শরণার্থী শিবিরে মার্কিন অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে ইসরাইল। এতে শিবিরের ঘর-বাড়িতে আগুন লেগে যায়। এতে জীবন্ত পুড়ে ৪৫ জন বাস্তুচ্যুত ফিলিস্তিনি নিহত হয়। এছাড়া আরো ২০০ জন আহত হয়।

এ ঘটনার দায় ইসরাইলের সামরিক বাহিনী স্বীকার করেছে। তারা দাবি করেছে, হামাস যোদ্ধাদের একটি আবাসনে বোমা হামলা করে তাদের বাহিনী। এরপর সেটি বিস্ফোরিত হয়ে সেখানে আগুনের সূত্রপাত ঘটে। এরপর আগুন দ্রুত নিকটবর্তী তাঁবুতে ছড়িয়ে পড়ে। ফলে তালুস সুলতান এলাকার শিবিরটি ধ্বংস হয়ে যায়। এতে কমপক্ষে ৪৫ জন নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়।

সিএনএন রোববারের স্ট্রাইকের দৃশ্যে তোলা ফুটেজ যাচাইয়ের জন্য চার বিস্ফোরক অস্ত্র বিশেষজ্ঞকে দায়িত্ব দেয়া হয়। তারা জানায় যে জিওলোকেটেড ভিডিওটিতে মার্কিন তৈরি জিবিইউ-৩৯ ছোট ব্যাসের বোমা’ এর লেজ দেখানো গেছে।

সিএনএন যোগ করেছে যে অস্ত্রের অবশিষ্টাংশে দেখা সিরিয়াল নম্বরগুলো ক্যালিফোর্নিয়া-ভিত্তিক জিবিইউ-৩৯ যন্ত্রাংশের প্রস্তুতকারকের সাথে মিলেছে।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement