‘লেবাননের গভীরে’ ইসরাইলি সামরিক মহড়া অভিযান
- নয়া দিগন্ত অনলাইন
- ২৭ মে ২০২৪, ২৩:০৪
ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, তাদের ১৪৬তম ডিভিশন এবং একটি সাঁজোয়া ব্রিগেড লেবাননের অভ্যন্তরে সামরিক অভিযান অনুকরণ করতে আরো অনুশীলন করেছে।
সোমবার (২৭ মে) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি বাহিনী আরো জানিয়েছে, সৈন্যরা মাঠের যুদ্ধের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রতিবেশী দেশ আক্রমণের সম্ভাব্য চ্যালেঞ্জ সম্পর্কেও অনুশীলন করছে। এর লক্ষ্য হলো, তারা যেন লেবাননের গভীরে যথাযথভাবে যুদ্ধ করতে পারে।
সূত্রটি আরো জানিয়েছে, ইসরাইলি সামরিক বাহিনী হিজবুল্লাহ অবস্থানে নতুন বিমান হামলার দাবি করেছে। তারা দাবি করেছে যে এখন ওই লঞ্চারগুলোকে আঘাত করা হবে যেগুলো সোমবারের আগে মালকিয়ায় আক্রমণের নির্দেশ দিয়েছিল।
তারা আরো জানিয়েছে যে একটি ইসরাইলি ড্রোন আজ সকালে লেবাননের ভূখণ্ডের ভেতরে বিধ্বস্ত হয়েছে। কারণ নির্ধারণের জন্য একটি তদন্ত শুরু করা হয়েছে।
সূত্র : আল জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা