মিশর থেকে ২০০ ত্রাণবাহী ট্রাকের গাজায় প্রবেশ
- নয়া দিগন্ত অনলাইন
- ২৬ মে ২০২৪, ২১:৫৭
মিশর থেকে ত্রাণবাহী ট্রাক রোববার ইসরাইল নিয়ন্ত্রিত কেরাম শালোম ক্রসিং দিয়ে গাজা উপত্যকায় প্রবেশ করতে শুরু করেছে। মিশরের দিক থেকে রাফাহ সীমান্ত ক্রসিং দিয়ে ত্রান সামগ্রী নিয়ে মোট ২০০ ট্রাক প্রবেশ করেছে। ইসরাইল মে মাসের গোড়ার দিকে ওই ক্রসিং থেকে টার্মিনালের ফিলিস্তিনী কেরেম শালোম ক্রসিংয়ের দক্ষিণের প্রায় ৪ কিলোমিটার দখল করে, ওই পথ বন্ধ করে দেয়। খবর এএফপি’র।
ইতোপূর্বে মিশর বলেছিল, যতদিন ওই এলাকা ইসরাইলি সৈন্যদের নিযন্ত্রণে থাকবে, ততদিন পর্যন্ত রাফাহ দিয়ে তারা সাহায্য পাঠাবে না। তবে শুক্রবার হোয়াইট হাউস জানিয়েছে, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে এক ফোনালাপে গাজার দক্ষিণের অপর প্রবেশপথ কেরেম শালোম দিয়ে সাহায্য পাঠাতে সম্মত হন। আল-কাহেরা নিউজ অবরুদ্ধ গাজা পরিদর্শনে কতগুলি ট্রাক পাঠানো হবে, সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানায়নি। তবে‘চারটি জ্বালানি ট্রাক’ ইতোমধ্যেই সীমান্ত অতিক্রম করে হাসপাতালের দিকে চলে গেছে বলে জানিয়েছে।
মিশর থেকে আসা সমস্ত সাহায্য ইসরাইলি কর্তৃপক্ষ পরিদর্শন করে এবং জাতিসঙ্ঘের মাধ্যমে তা বিতরণ করা হয়।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা