১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাজার ভাসমান বন্দর দিয়ে ১০০ ট্রাকের বেশি সাহায্য আসেনি : গাজা সরকার

- ছবি : এএফপি

গাজার ভাসমান বন্দর দিয়ে ১০০ ট্রাকের বেশি সাহায্য আসেনি বলে জানিয়েছে গাজা সরকার। রোববার (২৬ মে) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, গাজা উপত্যকার মধ্য ও দক্ষিণাঞ্চলে খাদ্য নিরাপত্তা সঙ্কট ক্রমশ খারাপ হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র যে অস্থায়ী ভাসমান বন্দর স্থাপন করেছে, সেটি দিয়ে এখন পর্যন্ত সাহায্যের পরিমাণ ১০০ ট্রাকের বেশি না।

সূত্রটি আরো জানিয়েছে, ‘আমরা রাফা ক্রসিং থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহারের দাবি জানাই। গাজা উপত্যকায় সাহায্য আনার ক্ষেত্রে ল্যান্ড ক্রসিং সবচেয়ে সম্ভাব্য এবং কার্যকর।’

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement