১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দখলদার বাহিনীর মোকাবেলা করুন : পশ্চিমতীরবাসীকে হামাস

বিধ্বস্ত রাফার একটি দৃশ্য - ছবি : এএফপি

পশ্চিমতীরের ফিলিস্তিনিদেরকে দখলদার বাহিনী মোকাবেলা করার আহ্বান জানিয়েছে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। বুধবার (২২ মে) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য হারুন নাসেরুদ্দিন বলেন, পশ্চিমতীরে চালানো ইসরাইলের অপরাধ, বিশেষ করে জেনিন শহর ও শরণার্থী শিবিরে ইসরাইলি আগ্রাসন কঠোরহস্তে দমন করুন। সেজন্য চলমান ইন্তেফাদাতে যোগদান করুন এবং দখলদার বাহিনীকে প্রতিহত করুন।

এদিকে, ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় ৬২ ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের নিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৩৫ হাজার ৭০৯ জনে পৌঁছেছে। তাদের মধ্যে অন্তত ১৫ হাজার শুরু রয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৩৮ জন আহত হয়েছে। তাদের নিয়ে আহতের সংখ্যা ৭৯ হাজার ৯৯০ জনে উপনীত হয়েছে।

আল জাজিরা জানিয়েছে, গত ৭ অক্টোবরের পর থেকে অধিকৃত পশ্চিমতীরে ৫১২ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আরো ৪ হাজার ৯৫০ জনকে গ্রেফতার করা হয়েছে।

সূত্রটি জানিয়েছে, গত ৭ অক্টোবরের পর থেকে অন্তত ১ হাজার ১৩৯ ইসরাইলি নিহত হয়েছে। এছাড়া আরো ৮ হাজার ৭৩০ জন আহত হয়েছে।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement

সকল