১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাজা যুদ্ধ বন্ধের আহ্বান সহস্রাধিক ইসরাইলি শিক্ষাবিদের

- ছবি : আনাদোলু এজেন্সি

গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন সহস্রাধিক ইসরাইলি শিক্ষাবিদ। তারা সম্মিলিতভাবে একটি পিটিশনে স্বাক্ষরের মাধ্যমে এই আহ্বান জানান। বুধবার (২২ মে) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলজুড়ে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাবিদ এবং প্রশাসকরা একটি পিটিশনে স্বাক্ষর করেছেন। সেখানে সরকারকে গাজার বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করার এবং হামাসের হাতে বন্দীদের ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়।

‘ইসরাইলি সরকারকে যুদ্ধ বন্ধ করা ও বন্দীদের প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান’ শিরোনামের ওই পিটিশনে বলা হয়েছে, যুদ্ধের সমাপ্তি এবং বন্দীদের প্রত্যাবর্তন ইসরাইলের স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ নৈতিক দায়িত্ব।

স্বাক্ষরকারীরা আরো বলেন, এই যুদ্ধ ইসরাইলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করলেও প্রাথমিক এই উদ্দেশ্যটি ইতোমধ্যে অর্জন হয়ে গেছে। নেতৃত্বের রাজনৈতিক বেঁচে থাকার লক্ষ্য ছাড়া যুদ্ধ চালানোর অধিকার নেই।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement