ইরানের শোকের দিনে সিরিয়ায় ইসরাইলি হামলায় ইরানপন্থী ৬ যোদ্ধা নিহত
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ মে ২০২৪, ২১:৪৭
ইরানের শোকের দিনে সিরিয়ায় ইসরাইলি হামলায় ইরানপন্থী ছয় যোদ্ধা নিহত হয়েছে। সোমবার (২০ মে) লেবানন সীমান্তে সিরিয়ার কুসাইর এলাকায় বিমান হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়।
আরব নিউজের খবরে বলা হয়, ‘সিরিয়ার হোমস অঞ্চলে ইরানপন্থি গোষ্ঠী হিজবুল্লাহর দু’টি অবস্থানকে লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরাইল। লেবানন সীমান্তে সিরিয়ার কুসাইর এলাকায় হিজবুল্লাহ একটি ঘাঁটিও রয়েছে। ইসরাইলি এই হামলায় ইরান-সমর্থিত অন্তত ছয় যোদ্ধা নিহত হয়েছেন।’
তবে ইসরাইলি হামলায় নিহতরা কোন দেশের নাগরিক সেই বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানায়নি সিরিয়ান অবজারভেটরি।
হিজবুল্লাহর একটি সূত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছে, কুসাইর এলাকায় ইসরাইলের বিমান হামলায় নিহতদের মধ্যে তাদেরও এক যোদ্ধা রয়েছে।
উল্লেখ্য, ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ানের অপ্রত্যাশিত মৃত্যুকে ঘিরে দেশটিতে পাঁচদিনের শোক ঘোষণা করা হয়েছে। এর প্রথম দিনে লেবানন সীমান্তের সিরিয়ার ওই এলাকায় বিমান হামলা চালায় ইসরাইল।
সূত্র : আরব নিউজ