১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

‘প্রাচীন হিব্রুদের সাথে ইসরাইলি ইহুদিদের জেনেটিক সংযোগ নেই’

মোহাম্মদ হাদিদ (আর) এবং শিবা সাফাই ২০১৬ সালের ভিক্টোরিয়ার সিক্রেট ফ্যাশন শো-এর আগে একটি ফটোকলের সময় পোজ দিচ্ছেন ফ্রান্সের প্যারিসের গ্র্যান্ড প্যালেসে - ছবি : জেরুসালেম পোস্ট

প্রাচীন হিব্রুদের সাথে ইসরাইলি ইহুদিদের কোনো জেনেটিক সংযোগ নেই বলে দাবি করেছেন রিয়েল এস্টেট মোগল মোহাম্মদ হাদিদ। শুক্রবার এক ইনস্টাগ্রাম পোস্টে তিনি এই দাবি করেন।

জেরুসালেম পোস্টের খবরে বলা হয়েছে, ইসরাইলি ইহুদিরা ফিলিস্তিনি বংশোদ্ভূত সত্যিকারের সেমেটিক জনগণের প্রতি ইহুদি বিদ্বেষী।

হাদিদ ‘একজন নামহীন শিল্পীর পরিচয় চুরি’ শিরোনামের একটি গল্প ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন। সেটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেখানেই তিনি এই দাবিটি করেন।

তিনি আরো বলেন, ‘জন হপকিন্স জেনেটিক স্টাডিতে দেখা যায়, ইসরাইলে বসবাসকারী ৯৭ দশমিক ৫ শতাংশ ইহুদিদের একেবারেই কোনো প্রাচীন হিব্রু ডিএনএ নেই। তাই ফিলিস্তিনের মাটিতে তাদের কোনো প্রাচীন রক্তের সম্পর্ক নেই। অপরদিকে ৮০ শতাংশ ফিলিস্তিনি প্রাচীন হিব্রু ডিএনএ বহন করে।

সূত্র : জেরুসালেম পোস্ট


আরো সংবাদ



premium cement