রাফায় অভিযান চালানোর পক্ষে জাতিসঙ্ঘের আদালতে যে যুক্তি দিলো ইসরাইল
- নয়া দিগন্ত অনলাইন
- ১৭ মে ২০২৪, ২১:৩৬
আত্মরক্ষার জন্য রাফায় ইসরাইলের অভিযান চালানোর অধিকার আছে বলে দাবি করেছে ইসরাইল। শুক্রবার জাতিসঙ্ঘের শীর্ষ আদালতে এ দাবি করেন ইসরাইলি আইনজীবীরা।
আল জাজিরার খবরে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকা যুদ্ধবিরতির আদেশ দেয়ার জন্য আইসিজেকে জরুরি অনুরোধ করেছেন। এর শুনানিতে ইসরাইলের আইনজীবীরা বলেছেন, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য দক্ষিণ গাজার রাফায় পুরো মাত্রায় আক্রমণে এগিয়ে যাওয়ার অধিকার রয়েছে দেশটির।
আন্তর্জাতিক আইনের জন্য ইসরাইলের ডেপুটি অ্যাটর্নি জেনারেল গিলাদ নোম আন্তর্জাতিক আদালতকে বলেছেন, এটি সত্য যে রাফা হামাসের একটি সামরিক ঘাঁটি। এটি ইসরাইল রাষ্ট্র এবং এর নাগরিকদের জন্য একটি উল্লেখযোগ্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।’
দ্য হেগ থেকে রিপোর্ট করে আল জাজিরার স্টেপ ভ্যাসেন বলেছেন, শুনানিটি ‘অস্বাভাবিক’ ছিল। একজন জার্মান বিচারক ইসরাইলকে পরের দিনের মধ্যে গাজার ঘোষিত ‘উচ্ছেদ অঞ্চলে’ মানবিক অবস্থার তথ্যের জন্য একটি অনুরোধের লিখিত প্রতিক্রিয়া জমা দিতে বলেছিলেন।
সূত্র : আল জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা