মিসরের প্রিমিয়াম রেড সি এলাকা কেনার প্রস্তাব দিলো সৌদি
- নয়া দিগন্ত অনলাইন
- ১৪ মে ২০২৪, ১৮:৩২, আপডেট: ১৪ মে ২০২৪, ২১:১৬
মিসর থেকে লোহিত সাগরের প্রধান পর্যটনকেন্দ্র রাস ঘামিলা কেনার প্রস্তাব দিয়েছে সৌদি আরব। মিসরীয় সরকারের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
সেক্টর মিনিস্ট্রি অফ পাবলিক বিজনেস সেক্টরের একটি সূত্র মিডল ইস্ট আইকে বলেছে, সৌদি কর্মকর্তারা কেন্দ্রীয় ব্যাংকে (সিবিই) রাজ্যের আমানত ব্যবহার করার প্রস্তাবটি দিয়েছেন। এর পরিমাণ হবে ১০ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার।
সূত্রটি আরো বলছে, মিসর সরকার ৩৫ বিলিয়ন মার্কিন ডলারের ইমিরাতি রাস আল-হেকমা চুক্তির কথা বলেছে। এর মধ্যে বিদ্যমান আমানতে ১১ বিলিয়ন মার্কিন ডলার অন্তর্ভুক্ত রয়েছে।
উল্লেখ্য, রাস ঘামিলা একটি জনপ্রিয় ডাইভিং স্থান। দক্ষিণ সিনাই গভর্নরেটের শার্ম আল-শেখ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ১১ দশমিক ৫ কিলোমিটার দূরে অবস্থিত। এটি তিরান দ্বীপের বিপরীতেও রয়েছে। দুটি লোহিত সাগর দ্বীপের মধ্যে একটি, যা মিসর একটি চুক্তির পরে ২০১৬ সালে সৌদি আরবকে দিয়েছিল। এতে উল্লেখযোগ্য জনপ্রিয় প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল।
সূত্র : মিডল ইস্ট আই
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা