গাজায় ইসরাইলি বিমান হামলায় এক বন্দী নিহত
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ মে ২০২৪, ১৪:৩৫
গাজায় ইসরাইলি বিমান হামলায় এক বন্দী নিহত হয়েছে। তিনি ব্রিটিশ নাগরিক। তবে হামাস ইসরাইল থেকে তাকে বন্দী করেছে। শনিবার (১২ মে) হামাসের সশস্ত্র শাখা কাসসাম ব্রিগেডস এই তথ্য নিশ্চিত করেছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, কাসসাম ব্রিগেডস বলেছে, ব্রিটিশ-ইসরাইলি বন্দী নাদাভ পপলওয়েল এক মাস আগে ইসরাইলি বিমান হামলায় আহত হয়ে সম্প্রতি মারা গেছে।
গোষ্ঠীটি ১১ সেকেন্ডের এক ভিডিও প্রকাশ করেছে। সেখানে পপলওয়েলকে ক্ষতবিক্ষত চোখে দেখা যায়। এক ব্যক্তিকে একটি সাদা টি-শার্ট পরা অবস্থায় দেখা যাচ্ছে। তিনি নিজেকে দক্ষিণ ইসরাইলের নিরিম কিবুটজ থেকে বন্দী হয়েছেন বলে জানাচ্ছে। ৫১ বছর বয়সী লোকটি নিজেকে নাদাভ পপলওয়েল হিসেবে পরিচয় দিচ্ছেন। এ সময় তিনি বলতে শুরু করেন, সময় ফুরিয়ে আসছে। আপনার সরকার মিথ্যা বলছে।’
সূত্র : আল জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা