১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রাফায় নেই হামাস নেতা সিনওয়ার! নাগালের বাইরে দেইফও

হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার এবং মোহাম্মদ দেইফ - ছবি : সংগৃহীত

গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ার রাফায় নেই বলে দুই ইসরাইলি কর্মকর্তা জানিয়েছেন। গাজার সর্বদক্ষিণের এই নগরীতে ইসরাইল বড় ধরনের সামরিক অভিযান পরিচালনা করার প্রেক্ষাপটে তারা এই মন্তব্য করলেন।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইতোমধ্যেই রাফায় অভিযান চালানোকে সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত বিষয় হিসেবে ঘোষণা করেছেন। তবে হামাসের শীর্ষ নেতৃত্বই ইসরাইলের কাছে প্রধান বিষয় বলে মনে হচ্ছে।

গাজায় ইসরাইল সাম্প্রতিক সময়ে হামাসের সামরিক শাখার ডেপুটি কমান্ডার মারওয়ান ইসাকে হত্যা করতে পেরেছে। তাকে হামাসের ৩ নম্বর নেতা মনে করা হয়। কিন্তু সিনওয়ার এবং তার ডেপুটি, হামাসের সামরিক শাখা কাসসাম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দেইফের কোনো সন্ধান পাচ্ছে না ইসরাইল। ইসরাইল অবশ্য বেশ কয়েকবার জানিয়েছে, তারা তাদের কাছাকাছি চলে গেছে।

টাইমস অব ইসরাইলকে দুই ইসরাইলি কর্মকর্তা বলেন, সিনওয়ার ঠিক কোথায় আছে, সে ব্যাপারে কিছু সুনির্দিষ্টভাবে বলতে পারছেন না তারা। তবে সাম্প্রতিক গোয়েন্দা তথ্য যাচাই করে তারা মনে করছেন যে রাফা থেকে পাঁচ মাইল উত্তরে খান ইউনিস এলাকার কোনো সুড়ঙ্গে থাকতে পারেন তারা।

তৃতীয় এক ইসরাইলি কর্মকর্তা বলেন, সিনওয়ার এখনো গাজায় আছেন।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সোমবার রাফায় অভিযান শুরু করে। তারা নগরীর পূর্ব দিকের এলাকাকে টার্গেট করেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাহায্য বন্ধ করার হুমকির মধ্যেই ইসরাইলি যুদ্ধ মন্ত্রিসভা বৃহস্পতিবার রাফা অভিযানের ব্যাপ্তি বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে।

নেতানিয়াহু কয়েক মাস ধরেই রাফায় সামরিক অভিযান চালানোর কথা বলে আসছেন। তিনি বলছেন, হামাসকে পরাজিত করার জন্য এখানে অভিযান অত্যাবশ্যক। ইসরাইলিদের ভাষায়, হামাসের বাকি ছয়টি অ্যাক্টিভ ব্যাটালিয়নের চারটিই এখন রাফায় অবস্থান করছে।

কিন্তু অপর এক ইসরাইলি কর্মকর্তা টাইমস অব ইসরাইলকে বলেন, ইসরাইল হামলা করার হুমকি দেয়ার পর রাফা থেকে অনেক হামাস যোদ্ধা উত্তর দিকে সরে গেছে।

আবার ইসরাইল বলছে, হামাসের ২৪টি ব্যাটালিয়নের ১৮টি তারা ধ্বংস করেছে। কিন্তু ইতোমধ্যে আইডিএফের অভিযান চালানো এলাকায় হামাস যোদ্ধারা আবার সঙ্ঘবদ্ধ হয়ে ফিরে গেছে।

সূত্র : টাইমস অব ইসরাইল


আরো সংবাদ



premium cement