১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

যুদ্ধবিরতি আলোচনা শেষে গাজায় ইসরাইলের হামলা

যুদ্ধবিরতি আলোচনা শেষে গাজায় ইসরাইলের হামলা - ছবি : সংগৃহীত

মিসরে যুদ্ধবিরতি আলোচনা ফলপ্রসু না হওয়ায় ইসরাইল আবারো শুক্রবার গাজায় হামলা চালিয়েছে৷ মিসর সীমান্তে অবস্থিত রাফায় হামলা চালাতে দেখেছেন এএফপির সাংবাদিকেরা৷ আর গাজার উত্তরে আকাশ হামলা ও সংঘষের খবর দিয়েছেন প্রত্যক্ষদর্শীরা৷

গাজায় দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির শর্ত ঠিক করতে কায়রোতে মিলিত হয়েছিলেন ইসরাইল ও হামাসের কর্মকর্তারা৷ তারা বৃহস্পতিবার কায়রো ত্যাগ করেছেন বলে জানিয়েছে মিসরের গোয়েন্দা সংশ্লিষ্ট গণমাধ্যম আল-কাহেরা নিউজ৷

হামাসের পক্ষ থেকেও তাদের প্রতিনিধিদের কায়রো ছাড়ার কথা নিশ্চিত করা হয়েছে৷

মিসর বলছে, যুদ্ধবিরতি চুক্তির জন্য দুই পক্ষকে অবশ্যই ‘নমনীয়তা' দেখাতে হবে৷

যুক্তরাষ্ট্রের সিআইএর পরিচালক উইলিয়াম বার্নস যুদ্ধবিরতি আলোচনার অংশ ছিলেন৷ তিনিও শুক্রবার যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন বলে হোয়াইট হাউস জানিয়েছে৷ ‘তবে এর মানে এই নয় যে, আলোচনা এখনো চলছে না,’ বলেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কারবি৷

‘আমরা এখনো বিশ্বাস করি, সামনে এগিয়ে যাওয়ার পথ আছে, কিন্তু এর জন্য দুই পক্ষের নেতৃত্ব দরকার,’ বলেন তিনি৷

এদিকে রাফায় স্থাপিত শরণার্থী শিবিরের বাসিন্দা গাজার ইনাস মাজেন আল-শামি বলছেন, তারা স্থবিরতায় বিরক্ত৷ ‘আমাদের কোনো অর্থ নেই৷ আর আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার উপায় নেই,’ বলেন তিনি৷

গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরাইলে সন্ত্রাসী হামলা চালানোর পর ইসরাইল গাজায় হামলা শুরু করে৷ এতে এখন পর্যন্ত গাজায় অন্তত ৩৪ হাজার ৯০৪ জন মারা গেছেন বলে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে৷

৭ অক্টোবরের হামলায় ইসরাইলের ১,১৭০ জনের বেশি মানুষ মারা যান বলে এএফপি জানিয়েছে৷ হামলার সময় প্রায় আড়াই শ’ ইসরাইলিকে জিম্মি করেছিল হামাস৷ এখনো ১২৮ জন জিম্মি আছেন বলে ইসরাইল বলছে৷

ইসরাইলের হামলা শুরুর পর গাজার বিভিন্ন এলাকা থেকে মানুষ পালিয়ে রাফায় আশ্রয় নিয়েছে৷ সেখানে এখন প্রায় ১৫ লাখ মানুষ বাস করছেন৷ যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ রাফায় হামলা না চালাতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়ে আসছে৷ রাফায় বড় আকারে হামলা করলে ইসরাইলকে আর অস্ত্র দেয়া হবে না বলে সম্প্রতি হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন৷ জার্মানিতেও এটি নিয়ে আলোচনা হচ্ছে বলে বৃহস্পতিবার জানান জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিউস৷

তবে ইসরাইল বলছে, যুদ্ধের লক্ষ্য অর্জন করতে হলে তাদের রাফায় সেনা পাঠাতে হবে, কারণ, সেখানে হামাসের ঊর্ধ্বতন সামরিক নেতারা লুকিয়ে আছেন৷

মঙ্গলবার থেকে রাফার কিছু অংশে সামরিক অভিযান চালিয়েছে ইসরাইল৷

এদিকে, জাতিসঙ্ঘের ‘রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর পেলেস্টাইন রিফিউজিস’ বা ইউএনআরডাব্লিউএ শুক্রবার জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনী রাফার দিকে এগোনো শুরুর পর প্রায় এক লাখ ১০ হাজার মানুষ রাফা থেকে পালিয়ে গেছে৷

গাজায় ত্রাণ পাঠাতে বাধা
ইসরাইলের সাভ ৯ সংগঠনের কর্মীরা গত এক সপ্তাহ ধরে গাজায় ত্রাণ পাঠানোর বিরোধিতা করছেন৷ তারা জর্ডান থেকে গাজার দিকে যাওয়া ত্রাণবাহী ট্রাক আটকাতে মাঝেমধ্যে মহাসড়ক অবরোধ করছেন৷ এই ঘটনায় ওই সংগঠনের অন্তত ১২ জন কর্মীকে আটক করা হয়েছে বলে সংগঠনটি জানিয়েছে৷ ‘এই ট্রাকগুলো হামাসের জন্য খাবার নিয়ে যাচ্ছে৷ হামাসের সদস্যরা হত্যাকারী, ধর্ষক, খুব খারাপ মানুষ,’ বলে মন্তব্য করেন সংগঠনের এক কর্মী রুবেন ফ্রাঙ্কেনবুর্গ৷

ত্রাণ ব্যবস্থা পর্যবেক্ষণে নিয়োজিত ইসরাইলি সামরিক বাহিনীর সিওজিএটি বিভাগ জানিয়েছে, বিক্ষোভ ও বাধার কারণে দেরি ও চালকদের সমস্যা হলেও সীমান্তে শেষ পর্যন্ত সব ত্রাণ পৌঁছেছে৷ সূত্র : ডয়চে ভেলে

 


আরো সংবাদ



premium cement
ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের আরো ৫০ কোটি মার্কিন ডলারের সহায়তা ঘোষণা র‌্যাংকিংয়ে উন্নতি সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলের পাকিস্তান টেস্ট দলের কোচের দায়িত্ব ছাড়লেন গিলেস্পি চৌগাছায় গৃহবধূ রাবেয়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার সিরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ৯০ শতাংশ ধ্বংস করার দাবি ইসরাইলের ইজতেমা ময়দানে সা’দপন্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা চেয়ে স্মারকলিপি প্রদান ‘শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন ক্যারিশম্যাটিক লিডার’ ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ২৪১ গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত শহীদ বুদ্ধিজীবীদের আদর্শের দেশ গড়তে পারলেই তাদের আত্মত্যাগ সার্থক হবে : রাষ্ট্রপতি বানিয়াচংয়ে ট্রাকচাপায় মোটরসাইকেলআরোহী নারী নিহত

সকল