গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হামাস : প্রতিক্রিয়ায় যা বলল ইসরাইল
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ মে ২০২৪, ০১:০৫, আপডেট: ০৭ মে ২০২৪, ০১:০৯
গাজায় যুদ্ধবিরতিতে হামাসের সম্মতির খবরে প্রতিক্রিয়া জানিয়েছে ইসরাইল। দেশটির এক সিনিয়র কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, হামাস যুদ্ধবিরতির যে কাঠামোর উপর সম্মত হয়েছে, সেটি পর্যালোচনা করছে ইসরাইল।
নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘আমরা প্রস্তাব পেয়েছি। এটি পর্যালোচনাও করছি। তবে আমরা যে কাঠামোর উপর একমত হয়েছিলাম, এটি তা নয়। আমরা প্রস্তাবনাটি নিরীক্ষণ করছি।’
এদিকে, যুদ্ধবিরতিতে হামাসের সম্মতির প্রতিক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট মুখপাত্র মিলার বলেছেন, গাজায় যুদ্ধবিরতির চুক্তিকে যুক্তরাষ্ট্র এখন সর্বাধিক গুরুত্ব দেয়। যুক্তরাষ্ট্র এখন হামাসের প্রতিক্রিয়াকে পর্যালোচনা করছে। আমরা ওই অঞ্চলে আমাদের মিত্রদের সাথে আলোচনা করে হামাসের প্রতিক্রিয়ার মূল্যায়ন করব।
সূত্র : আল জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা