১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চুক্তিতে সম্মত হতে হামাসকে ৭ দিনের আল্টিমেটাম ইসরাইলের

- ছবি : টাইমস অব ইসরাইল

বন্দীবিনিময় চুক্তিতে রাজি হতে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে সাত দিনের আল্টিমেটাম দিয়েছে ইসরাইল। এই সময়ের মধ্যে চুক্তি না করলে গাজার রাফায় হামলা শুরু করা হবে বলে হুমকি দিয়েছে তারা।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল হামাসকে বন্দীবিনিময় চুক্তিতে সম্মত হতে এক সপ্তাহ সময় দিয়েছে। এই সময়ের মধ্যে কোনো চুক্তিতে পৌঁছা না গেলে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় তাদের দীর্ঘ সময়ের প্রতিশ্রুতিবদ্ধ অভিযান শুরু করবে।

প্রতিবেদনে নির্দিষ্ট করা হয়নি কখন আলটিমেটাম দেয়া হয়েছিল। তবে মিসরীয় কর্মকর্তারা আজ এ কথা বলছেন। এর অর্থ হলো হামাসকে আগামী শুক্রবারের মধ্যে একটি চুক্তিতে সম্মত হতে হবে।

অন্যদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কয়েক মাস ধরে রাফায় অভিযানের হুমকি দিয়ে আসছেন। তিনি বারবার বলেছেন যে একটি আগ্রাসন আসন্ন।

সূত্র : ওয়াল স্ট্রিট জার্নাল/টাইমস অফ ইসরাইল


আরো সংবাদ



premium cement