ইসরাইলবিরোধী পোস্টের দায়ে নাগরিকদের আটক করছে সৌদি
- নয়া দিগন্ত অনলাইন
- ০৩ মে ২০২৪, ১৭:১৭
সোশ্যাল মিডিয়ায় ইসরাইলবিরোধী পোস্টের দায়ে নাগরিকদের আটক করছে সৌদি আরব। শুক্রবার (৩ মে) মধ্যপ্রাচ্যভিত্তিক নিউজসাইট মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চলমান গাজা যুদ্ধের জন্য ইসরাইলের সমালোচনাকারী নাগরিকদের ক্র্যাকডাউন শুরু করেছে সৌদি আরব। বুধবার ব্লুমবার্গের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। একইসাথে বলা হয়, মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি সৌদি-ইসরাইল সম্পর্ক স্বাভাবিককরণের জন্য আলোচনা চলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কূটনৈতিক সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আটকদের মধ্যে একজন নির্বাহী সদস্য রয়েছেন। তিনি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে ফ্ল্যাগশিপ অর্থনৈতিক প্রকল্প ভিশন ২০৩০-এর সাথে জড়িত একটি কোম্পানিতে কর্মরত রয়েছেন।
এই বিষয়ে জ্ঞাত একটি ব্লুমবার্গকে বলেছে, ওই ব্যক্তিকে চলমান ইসরাইল-গাজা সঙ্ঘর্ষের বিষয়ে মতামত প্রকাশের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
বন্দীদের মধ্যে আরেকজন হলেন এক মিডিয়া ব্যক্তিত্ব। তিনি ব্লুমবার্গকে বলেছিলেন, ‘ইসরাইলকে কখনোই ক্ষমা করা উচিত নয়।
আরেকজন বন্দী হলেন ওই ব্যক্তি, যিনি সৌদিতে মার্কিন ফাস্ট ফুড রেস্তোরাঁগুলোকে বয়কটের আহ্বান জানিয়েছিলেন।
সূত্র : মিডল ইস্ট আইন
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা