ভয়াবহ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন উগ্র ইসরাইলি মন্ত্রী
- নয়া দিগন্ত অনলাইন
- ২৭ এপ্রিল ২০২৪, ০৯:২৯
ইসরাইলের জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন গভির অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। শুক্রবার রামলে শহরে তার একটি হামলা থেকে পালানোর সময় তার গাড়ি উল্টে যায়।
পুলিশ জানিয়েছে, দুটি গাড়ি সংঘর্ষে জড়িত ছিল। সামান্য আঘাতপ্রাপ্ত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেন গভিরের অফিস জানিয়েছে, মন্ত্রী ঠিক আচছেন। তবে অধিকতর চিকিৎসার জন্য তাকে কাছের শামির মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। তিনি শুক্রবার রাতটি হাসপাতালে কাটান।
পরে এক বিবৃতিতে জানানো হয়, মন্ত্রীর এক মেয়ে, এক প্রহরী ও গাড়ির চালকও আহত হয়েছে।
পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।
বেন গভির অফিস পরে দাবি করে, তার গাড়িটি লাল বাতি উপেক্ষা করে ছুটছিল। কারণ তিনি আবর ও ইহুদিদের মিশ্র নগরীতে হুমকির মুখে ছিলেন।
তবে বেন গভিরের গাড়ি আগেও একাধিকবার আইন ভেঙেছে বলে রেকর্ড রয়েছে।
সূত্র : টাইমস অব ইসরাইল
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা