১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

‘ইসরাইলি জাহাজ প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে আটক করা হয়েছে’

‘ইসরাইলি জাহাজ প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে আটক করা হয়েছে’ - ছবি : সংগৃহীত

ইরানের আইন বিষয়ক ডেপুটি প্রেসিডেন্ট মোহাম্মাদ দেহকান বলেছেন, সম্প্রতি ওমান সাগর থেকে ইসরাইলের মালিকানাধীন যে জাহাজ আটক করা হয়েছে তা প্রতিশোধমূলক পদক্ষেপের অংশ হিসেবেই করা হয়েছে।

আজ (বুধবার) ইরানের মন্ত্রিসভার বৈঠকের অবকাশে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

গত কয়েকদিন আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনি বা আইআরজিসি’র স্পেশাল নেভাল ফোর্স ইসরাইলি মালিকানাধীন এমএসসি আরিয়েস নামে একটি কার্গো জাহাজ আটক করে এবং ইরানের পানিসীমায় নিয়ে যায়।

ইসরাইল এবং আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে এ কাজ করা হয়েছে বলে মোহাম্মদ দেহকান জানান। তিনি বলেন, ইসরাইল সরকারের বিভিন্ন কার্যক্রম ইরানকে এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।

ডেপুটি প্রেসিডেন্ট জানান, ইসরাইল ইরানি কনসুলেটে যে হামলা চালিয়েছে তার বিরুদ্ধে কোনো আইনগত পদক্ষেপ নেয়ার কথা ভাবছে না তেহরান। গত এক এপ্রিলে ইসরাইল দামেস্কে ইরানি কনসুলেট ভবনে হামলা চালায়।
সূত্র : পার্সটুডে


আরো সংবাদ



premium cement