১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ওমরা ভিসার মেয়াদ কমালো সৌদি আরব

- ছবি : গালফ নিউজ

ওমরা ভিসার মেয়াদ কমিয়েছে সৌদি সরকার। আগে ওমরা ভিসার মেয়াদ গণনা শুরু হতো সৌদি প্রবেশের পর থেকে। কিন্তু এখন ভিসা ইস্যুর দিন থেকেই মেয়াদ গণনা শুরু হবে। অর্থাৎ কেউ ওমরার ভিসা ইস্যু করলে ইস্যুর দিন থেকে সর্বোচ্চ ৯০ দিন সৌদিতে থাকা যাবে।

হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, ওমরা ভিসার মেয়াদ ১৫ জ্বিলকদ উত্তীর্ণ হবে। এর আগে ওমরাহ ভিসার মেয়াদ থাকতো ২৯ জ্বিলকদ পর্যন্ত।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, ওমরা ভিসা ইস্যু হওয়ার তারিখ থেকে তিন মাস মেয়াদ থাকবে এবং তা ১৫ জ্বিলকদের মধ্যেই শেষ হতে হবে।

পবিত্র শহর মক্কা ও মদিনায় হজ যাত্রীদের চলাচল নির্বিঘ্ন করতেই সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং পররাষ্ট মন্ত্রণালয়ের সমন্বয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সূত্র : গালফ নিউজ


আরো সংবাদ



premium cement