১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

‘সংযম প্রদর্শনের’ প্রশংসা করতে পাশ্চাত্যের প্রতি ইরানের আহ্বান

‘সংযম প্রদর্শনের’ প্রশংসা করতে পাশ্চাত্যের প্রতি ইরানের আহ্বান - ছবি : সংগৃহীত

ইসরাইলের প্রতি ইরানের ‘সংযমের প্রশংসার’ জন্য পাশ্চাত্যের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি।

সোমবার তিনি এ আহ্বান জানান।

দামেস্কে ইরানের কনস্যুলেটে হামলার প্রতিক্রিয়ায় ইসরাইলের বিরুদ্ধে আক্রমণ চালানোর পর দেশটি এ আহ্বান জানাল।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, ‘ইরানের বিরুদ্ধে অভিযোগ করার পরিবর্তে পাশ্চাত্যের দেশগুলোর উচিত হবে নিজেদেরকে দোষারোপ করা।’

কানানি বলেন, পাশ্চাত্যে দেশগুলোকে ইসরাইলের বিরুদ্ধে সাম্প্রতিক ইরানের সংযমের প্রশংসা করা উচিত।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement