১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আমরা একসাথে জয়ী হবো : নেতানিয়াহু

- ছবি : টাইমস অব ইসরাইল

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তার দেশ বিজয় লাভ করবে। ইসরাইলে ইরানের হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক সংক্ষিপ্ত পোস্টে নেতানিয়াহু এ কথা বলেন।

যুদ্ধের ক্যাবিনেট মন্ত্রী বেনি গ্যান্টজ এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের সাথে দুই ঘণ্টা পরিস্থিতি মূল্যায়নের পরে নেতানিয়াহু এক্সবার্তায় লেখেন, ‘আমরা প্রতিহত করেছি। হটিয়ে দিয়েছি। আমরা একসাথেই জিতব।’

রাতভর ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর নেতানিয়াহু বলেন, ইসরাইলের সেনাবাহিনী যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত।

এদিকে, রোববার ইসরাইলের সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি বলেন, ইরান ১৭০টি ড্রোন এবং ৩০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এগুলোর একটিও ইসরাইলি ভূখণ্ডে প্রবেশ করেনি। তিনি আরো বলেন, ১১০টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করেছে। এগুলোর কয়েকটি ইসরাইলে প্রবেশ করেছে।

পৃথক এক বিবৃতিতে ইসরাইলের সামরিক বাহিনী জানায়, কয়েক ডজন আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এগুলোর বেশিভাগই ইসরাইলি ভূখণ্ডে প্রবেশের আগেই ভূপাতিত করা হয়েছে।

রোববার সকালে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছিল, ইরান থেকে নিক্ষেপিত ৯৯ ভাগ বস্তুই ভূপাতিত করা হয়েছে।

সূত্র : টাইমস অফ ইসরাইল


আরো সংবাদ



premium cement