সিরিয়ায় হিজবুল্লাহ’র অবস্থান লক্ষ্য করে ইসরাইলের হামলা
- নয়া দিগন্ত অনলাইন
- ১০ এপ্রিল ২০২৪, ১৫:১৮
ইসরাইলি সেনাবাহিনী বুধবার বলেছে, তারা সিরিয়ায় লেবাননের হিজবুল্লাহ গ্রুপের অবস্থানে বোমা হামলা চালিয়েছে। দেশটিতে তাদের ‘প্রতিরোধ ব্যবস্থা’ গুড়িয়ে দেয়ার লক্ষ্যে তারা এ হামলা চালায়।
গাজায় হামাসের বিরুদ্ধে লড়াই করার সময় ইসরাইল বারবার বলেছে, তারা হিজবুল্লাহ গ্রুপকে মোকাবেলা করতেও প্রস্তুত রয়েছে এবং সাম্প্রতিক সপ্তাহগুলোতে তারা সিরিয়াসহ লেবাননে হিজবুল্লাহ’র অবস্থানে হামলা জোরদার করেছে।
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশটির সেনাবাহিনী সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহ’র ব্যবহৃত সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়।
সামরিক বাহিনী একটি ভবনে হামলার ভিডিও প্রকাশ করেছে।
গত বছর ৭ অক্টোবর ইসরাইলে হামাসের নজিরবিহীন হামলার পর থেকে দেশটি গাজায় হামাসের বিরুদ্ধে ব্যাপক পাল্টা হামলা চালিয়ে আসছে।
সংঘাতের সম্ভাব্য বিস্তার নিয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করেছে।
সূত্র : এএফপি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা