নেতানিয়াহু গাজা প্রশ্নে ‘ভুল’ করছেন : বাইডেন
- নয়া দিগন্ত অনলাইন
- ১০ এপ্রিল ২০২৪, ১৫:০৮
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা নীতি ছিল ‘ভুল’ এবং তিনি মঙ্গলবার প্রচারিত এক সাক্ষাতকারে দেশটিকে যুদ্ধবিরতি পালনের আহ্বান জানিয়েছেন।
হামাসের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধে বেসামরিক মৃত্যুর সংখ্যা এবং গাজার অভ্যন্তরে ভয়াবহ পরিস্থিতি নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এটি ছিল নেতানিয়াহুর ক্ষেত্রে বাইডেনের সবচেয়ে কড়া সমালোচনা ছিল।
নেতানিয়াহুর যুদ্ধ পরিচালনার বিষয়ে জানতে চাইলে বাইডেন ইউএস স্প্যানিশ ভাষার টিভি নেটওয়ার্ক ইউনিভিশনকে বলেন, ‘আমি মনে করি তিনি যা করছেন তা একটি ভুল। আমি তার দৃষ্টিভঙ্গির সাথে একমত নই।’
গাজায় যুক্তরাষ্ট্রভিত্তিক এক দাতব্য সংস্থায় গত সপ্তাহে চালানো ইসরাইলি বাহিনীর ড্রোন হামলায় সাতজন নিহত হওয়ার কথা পুনর্ব্যক্ত করে বলেন, এটি ছিল ‘একেবারে গর্হিত’ কাজ। আর এটা নিয়ে নেতানিয়াহুর সাথে বাইডেনের উত্তেজনাপূর্ণ ফোনালাপ হয়।
যুদ্ধবিধ্বস্ত গাজায় আরো সাহায্য সরবরাহের সুযোগ করে দিতে ইসরাইলের ওপর চাপ বাড়ানোর কথা উল্লেখ করে বাইডেন বলেন, তিনি বিষয়টি নিয়ে সৌদি আরব, জর্ডান এবং মিশরের সাথে কথা বলেছেন এবং তারা ‘ খাদ্যসামগ্রী সরবরাহের জন্য প্রস্তুত রয়েছে।’
তিনি আরো বলেন, ‘গাজার লোকদের চিকিৎসা ও খাদ্যের চাহিদা পূরণ না করার কোনো অজুহাত নেই। এটা এখনই করা উচিত।’
গাজায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সাহায্য কর্মী ইসরাইলের হামলায় নিহত হওয়ায় বিশ্বব্যাপী ক্ষোভের জন্ম দেয়ার পর বাইডেনের এমন সাক্ষাতকার তার ইসরাইল নীতির নাটকীয় পরিবর্তনকে নির্দেশ করে।
সূত্র : এএফপি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা