১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দামেস্কোতে কনস্যুলেটে হামলার জন্য যুক্তরাষ্ট্র দায়ী : তেহরান

দামেস্কোতে কনস্যুলেটে হামলার জন্য যুক্তরাষ্ট্র দায়ী : তেহরান - ছবি : বাসস

ইরানের পররাষ্ট্র মন্ত্রী দামেস্কোতে তেহরানের কনস্যুলেট ভবনে গত সপ্তাহে ভয়াবহ ইসরাইলি হামলায় যুক্তরাষ্ট্র অনুমোদন দিয়েছে বলে আবারো অভিযোগ করেছেন।

সিরিয়ার রাজধানীতে নতুন কনস্যুলেট উদ্বোধনের পর সোমবার নতুন করে তিনি এ অভিযোগ করেন।

গত সোমবার ইরানের দামেস্কো কনস্যুলেটে বিমান হামলা চালানো হয়। এতে রিভ্যুউলিশনারি গার্ডের সাত সদস্য নিহত হয়। নিহতদের মধ্যে দুই জেনারেলও রয়েছেন।

দামেস্কোর গুরুত্বপূর্ণ মিত্র ইরান এই হামলার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে। ইরান ও সিরিয়া হামলার জন্যে ইসরাইলকে দায়ী করেছে। একইসাথে অভিযোগ করেছে হামলায় অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। 

ইরানের পররাষ্ট্র মন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিন দামেস্কোতে সাংবাদিকদের বলেছেন, আমেরিকা এই হামলার জন্যে দায়ী এবং তাকে অবশ্যই এর জন্য জবাবদিহি করতে হবে।

এদিকে সোমবার আবদুল্লাহিন দামেস্কো নতুন কনস্যুলেট ভবন উদ্বোধন করেছেন। এ সময়ে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রী ফয়সাল মেকদাদ উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement

সকল