১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

লেবাননে ইসরাইলি হামলায় হিজুবল্লাহ কমান্ডার নিহত

লেবাননে ইসরাইলি হামলায় হিজুবল্লাহ কমান্ডার নিহত -

লেবাননে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর এক কমান্ডার নিহত হয়েছেন। ইসরাইলের সামরিক বাহিনী সোমবার এ কথা জানিয়েছে।

ইসরাইল ও ইরানপন্থী শিয়া সশস্ত্র গোষ্ঠীটির মধ্যে আন্তঃসীমান্ত সহিংসতা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে রোববার দিবাগত রাতে এই হামলা চালানো হয়।

সোমবার এক বিবৃতিতে ইসরাইলের সেনাবাহিনী বলেছে, দক্ষিণ লেবাননের সুলতানিয়ায় বিমান হামলায় হিজবুল্লাহ গোষ্ঠী অভিজাত রাদওয়ান বাহিনীর কমান্ডার আলি আহমদ হুসেইন নিহত হয়েছেন।

ইসরাইলী বাহিনী অভিযোগ করে বলেছে, আলি আহমদ হুসেইন সাম্প্রতিক মাসগুলোতে ইসরাইলকে টার্গেট করে হামলা চালিয়ে আসছিল।

এদিকে এ হামলায় আরো অন্তত দু’জন নিহত হয়েছে।

হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, আলি আহমদ হুসেইন যার ডাক নাম আব্বাস জাফর তিনি নিহত হয়েছেন। তবে কখন কোথায় তিনি নিহত হয়েছেন সে সম্পর্কে হিজবুল্লাহর পক্ষ থেকে কিছু বলা হয়নি। এছাড়া গোষ্ঠীতে তার অবস্থান সম্পর্কেও কিছু বলা হয়নি।

উল্লেখ্য, গত ৮ অক্টোবর থেকে লেবাননের দক্ষিণ সীমান্তে ইসরাইলের সাথে গোলা বিনিময় করে আসছে হিজবুল্লাহ। গাজায় হামাসের বিরুদ্ধে ইসরাইলের যুদ্ধের প্রতিবাদে ও ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইসরাইলি ভূখণ্ডে নিয়মিত রকেট হামলা চালাচ্ছে গোষ্ঠীটি। ইসরাইলও লেবাননে হিজবুল্লাহর অবস্থানে পাল্টা হামলা চালিয়ে আসছে।

ইসরাইলের অব্যাহত হামলায় প্রায় ২৭০ হিজবুল্লাহ যোদ্ধা ও ৫০ বেসামরিক নিহত হয়েছে। দক্ষিণ লেবাননে বাস্তুচ্যুত হয়েছে প্রায় ৯০ হাজার মানুষ।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement