১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রে ইসরাইলি ড্রোন ভূপাতিত

হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রে ইসরাইলি ড্রোন ভূপাতিত - ছবি : সংগৃহীত

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) একটি ড্রোন ভূপাতিত হয়েছে। ড্রোনটি ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযানে থাকার সময় শনিবার ভূপাতিত হয়। ইসরাইলি বাহিনী এ কথা স্বীকার করেছে।

এর আগে হিজবুল্লাহ জানায়, লেবাননের আকাশে তারা এলবিট হারমেস ৪৫০ ইউয়োভ ড্রোন ভূপাতিত করেছে। জিক নামে সামরিক বাহিনীর কাছে পরিচিত এই ড্রোন নজরদারি এবং হামলার কাজে ব্যবহার করা হয়।

গত ফেব্রুয়ারিতেও হিজবুল্লাহ একই ধরনের আরেকটি ড্রোন ভূপাতিত করেছিল। ইসরাইল জানায়, তারা শনিবার দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে।

এর জবাবে হিজবুল্লাহও ইসরাইলের অভ্যন্তরে রকেট বর্ষণ করে। এতে কেউ হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি।

সূত্র : টাইমস অব ইসরাইল

 


আরো সংবাদ



premium cement