১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইরানে ‘সন্ত্রাসী হামলায়’ ৩ নিরাপত্তাকর্মী নিহত : রাষ্ট্রীয় গণমাধ্যম

- ছবি : বাসস

ইরানে ‘সন্ত্রাসী হামলায়’ পুলিশ স্টেশনের ডেপুটিসহ তিন নিরাপত্তাকর্মী নিহত হয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে। সিরিয়ায় বিমান হামলায় ইরানের ৭ বিপ্লবী গার্ড নিহত হওয়ার দুই দিন পর এই সন্ত্রাসী হামলা চালানো হয়।

প্রদেশের ডেপুটি গভর্নর আলিরেজা মারহামাতি রাষ্ট্রীয় টিভিকে বলেন, ‘দক্ষিণ-পূর্ব সিস্তান-বেলুচিস্তান প্রদেশের রাস্ক এবং চাবাহার শহরে সামরিক স্থাপনাগুলোতে রাতে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলায় তিনজন নিরাপত্তা সদস্য শহীদ হয়েছে।’

রাষ্ট্রীয় গণমাধ্যম ‘আইআরআইবি’ জানিয়েছে, ‘চাবাহার শহরের ১১ নম্বর পুলিশ স্টেশনের একটিতে হামলায় স্টেশনের ডেপুটি আব্বাস মীর শহীদ হয়েছেন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।’

‘আইআরআইবি’ আরো জানিয়েছে, ইরানের কালো তালিকাভূক্ত ‘সন্ত্রাসী’ গোষ্ঠী জিহাদি জইশ আল-আদল গ্রুপ হামলার দায় স্বীকার করেছে। দামেস্কে ইরানের কনস্যুলার অ্যানেক্সে একটি বিমান হামলায় সাতজন বিপ্লবী গার্ড নিহত হওয়ার ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে এই হামলা চালানো হয়। ওই হামলায় নিহতদের মধ্যে দুইজন জেনারেল ছিলেন।

সূত্র : বাসস/এএফপি


আরো সংবাদ



premium cement