১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রাফায় অভিযান নিয়ে মার্কিন উদ্বেগ আমলে নেবে ইসরাইল

রাফায় অভিযান নিয়ে মার্কিন উদ্বেগ আমলে নেবে ইসরাইল - সংগৃহীত

রাফায় পরিকল্পিত অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগকে আমলে নেবে ইসরাইল। হোয়াইট হাউস সোমবার এ কথা জানিয়েছে।

গাজার দক্ষিণাঞ্চলীয় রাফায় যুদ্ধে বাস্তুচ্যুত ১০ লাখেরও বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে।

রাফায় ইসরাইলের স্থল অভিযানের পরিকল্পনা এবং গাজায় ব্যাপক বেসামরিক প্রাণহানি নিয়ে ইসরাইলের সাথে তার মূল সমর্থনকারী যুক্তরাষ্ট্রের টানাপোড়েনে হোয়াইট হাউস এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের অংশগ্রহণে দু’ঘন্টার ভিডিও কনফারেন্সের আলোচনায় উভয়পক্ষ রাফা নিয়ে একটি গঠনমূলক কার্যক্রমে পৌঁছেছে।

এতে আরো বলা হয়, যুক্তরাষ্ট্র রাফায় অভিযান নিয়ে তাদের উদ্বেগ ব্যক্ত করেছে। ইসরাইল এই উদ্বেগ আমলে নিতে সম্মত হয়েছে।

ইসরাইলের পক্ষে আলোচনায় অংশ নিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেগবি এবং কৌশলগত-বিষয়ক মন্ত্রী রন ডার্মার।

এই আলোচনার সূত্র ধরে আগামী সপ্তাহে উভয়পক্ষ মুখোমুখি বৈঠকে বসবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

রাফায় অভিযান নিয়ে আলোচনার জন্যে ওয়াশিংটনে প্রতিনিধি দল পাঠানোর কথা ছিল ইসরাইলের। কিন্তু সম্প্রতি যুদ্ধবিরতি-বিষয়ক জাতিসঙ্ঘের নিরাপত্তা বৈঠকের প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো না দেয়ায় তেলআবিব সে সিদ্ধান্ত বাতিল করে।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরাইলে আকস্মিক বড় ধরনের হামলা চালায়। পরে ইসরাইল গাজায় পাল্টা হামলা শুরু এবং হামাসকে নিশ্চিহ্নের অঙ্গীকার করে। ইসরাইলের অব্যাহত হামলায় এ পর্যন্ত ৩২ হাজার ৮৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছে।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement