১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরাইলি হামলা, ২ শীর্ষ কমান্ডার নিহত

বিধ্বস্ত ভবন, ইনসেটে জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি - ছবি : সংগৃহীত

দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরাইলি ভয়াবহ হামলায় ইরানের ইসলামিক রেভ্যুলশনারি গার্ড কোরের (আইআরজিসি) দুই শীর্ষ কমান্ডারসহ সাতজন নিহত হয়েছে। ইসরাইলি হামলায় কনস্যুলেটটি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। ইরান এর বদলা নেবে বলে ঘোষণা করেছে।

নিহতদের মধ্যে রয়েছেন আইআরজিসির এলিট কুদস ফোর্সের সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি, এবং তার ডেপুটি জেনারেল মোহাম্মদ হাদি হাজরিইহিমি। আইআরজিসি সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানায়।

দামেস্কের মেজেহ এলাকার ঘটনাস্থল থেকে সাংবাদিকরা জানান, হামলায় কনস্যুলেট ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরাইল এই হামলার দায়দায়িত্ব গ্রহণ না করলেও ইরান ও হিজবুল্লাহ ইসরাইলকেই দায়ী করছে।

জেনারেল জাহেদিকে হারানো ইরানের জন্য বড় ধরনের ক্ষতি বলে ধারণা করা হচ্ছে। তিনি ছিলেন লেবানন ও সিরিয়ায় আইআরজিসির কমান্ডার। চলমান যুদ্ধ শুরু হওয়ার পর তিনিই নিহত শীর্ষ কমান্ডার। এমনকি ডিসেম্বরে নিহত সাইয়েদ রেজা মুসাভির চেয়েও তিনি উচ্চতর পদে ছিলেন।

ইরানি প্রেস জানিয়েছে, জাহেদি হামলার সময় ফিলিস্তিনি ইসলামিক জিহাদের নেতাদের সাথে বৈঠক করছিলেন।

তবে ইরানের রাষ্ট্রদূত হোসেইন আকবর বলেন, হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এদের মধ্যে তিনজন সামরিক ব্যক্তি। তিনি নিজে অবশ্য হামলায় আহত হননি।

তিনি বলেন, তেহরানের জবাব হবে 'সিদ্ধান্তসূচক।'

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহনাহিয়ান এই হামলাকে 'আন্তর্জাতিক বাধ্যবাধকতা এবং রীতিনীতির লঙ্ঘন' হিসেবে অভিহিত করেন।

এক পৃথক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, এ ধরনের কাজের জবাব দেয়ার অধিকার আছে। আগ্রাসীরা শাস্তি পাবে।

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মাকদাদ 'সন্ত্রাসী হামলার' নিন্দা করেন।
রাশিয়া 'অগ্রহণযোগ' হামলা পরিচালনার জন্য ইসরাইলকে অভিযুক্ত করেন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার সাংবাদিকদের বলেন, এই অঞ্চলে উত্তেজনা বাড়ায় এমন যেকোনো কিছু নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন।

সূত্র : আল জাজিরা ও জেরুসালেম পোস্ট


আরো সংবাদ



premium cement