১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এক ইসরাইলি ইহুদি হিসাবেই বলছি, ‘গাজায় গণহত্যা বন্ধ করুন’

এক ইসরাইলি ইহুদি হিসাবেই বলছি, ‘গাজায় গণহত্যা বন্ধ করুন’ - সংগৃহীত

‘আমরা ইহুদিরা শুধু গ্রেফতার হয়েছি, অন্যদিকে ফিলিস্তিনিদের মারধর করা হচ্ছে বলে জার্মানিতে বিক্ষোভকারীরা জানিয়েছেন।

সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত অক্টোবরে, গাজায় ইসরাইলের যুদ্ধ শুরুর মাত্র কয়েক সপ্তাহ পর জার্মান-ইসরাইলি কর্মী আইরিস হেফেটসকে প্রথমবারের মতো বার্লিনে গ্রেফতার করা হয়েছিল। তার অপরাধ তার কাছে প্লাকাডে লেখা ছিল- ‘একজন ইহুদি এবং ইসরাইলি হিসাবে বলছি, ‘গাজায় গণহত্যা বন্ধ করুন’।

এই সময় পুলিশ হেফেটসকে বলেছিল, তিনি ৫৬ বছর বয়সী মনোবিশ্লেষক যিনি ইহুদিবাদী বিরোধী কর্মী গোষ্ঠী ‘ইহুদি ভয়েস ফর পিসের’ সদস্য।

তবে তাকে শিগগিরই মুক্তি দেয়া হয়েছিল। এ সময় তিনি বলেন, ‘আমি ভাবিনি যে- আমাকে এর জন্য আটক করা হবে- আমি নিষ্পাপ ছিলাম।’

এরপর ১০ নভেম্বর তাকে ‘জাতিগত বিদ্বেষ উসকে দেয়ার’ জন্য দ্বিতীয়বার গ্রেফতার করা হয়েছিল যখন তিনি একই চিহ্নটি তুলে ধরেছিলেন। তার অভিযোগ- সম্প্রতি বাদ দেয়া হয়েছিল।

তিনি তৃতীয়বার গ্রেফতার হয়েছিলেন- ‘জিওনিসম কিলস’ লেখা দেখানোর জন্য। সেবারও তাকে শিগগিরই মুক্তি দেয়া হয়েছিল কিন্তু এবার তার সাইন বাজেয়াপ্ত করা হয়েছিল।

হেফেটস তার সাইন ফেরত পাওয়ার জন্য পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেছেন এবং তিনি বলেছেন, এটি তিনি ‘ফিলিস্তিনি মুক্তির জাদুঘরে’ রাখতে চান।
সূত্র : আল-জাজিরা


আরো সংবাদ



premium cement