‘হামাসের হামলায় চূর্ণ-বিচূর্ণ হলো ইসরাইলের অপারজেয় ভাবমূর্তি’
- নয়া দিগন্ত অনলাইন
- ২৯ মার্চ ২০২৪, ২২:৩২, আপডেট: ৩০ মার্চ ২০২৪, ০৫:৩১
হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াহ তেহরানে ইরানের চিফ অফ স্টাফ মোহাম্মদ বাগেরির সাথে সাক্ষাৎ করেছেন। এ সময় বাঘেরি হানিয়াকে বলেন, হামাসের গত ৭ অক্টোবরের হামলা ইসরাইলের অপারজেয় ভাবমূর্তি চূর্ণবিচূর্ণ করে দিয়েছে।
ইরানি গণমাধ্যম জানিয়েছে, ইরানি কমান্ডার হামাসের এই বীরত্বপূর্ণ অভিযানের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, হামাসের গত ৭ অক্টোবরের হামলা ইসরাইলের অপারজেয় ভাবমূর্তি চূর্ণবিচূর্ণ করে দিয়েছে। মার্কিন সরকার যদি ইসরাইলকে সাহায্য না করতো, তবে এতদিনে তাদের পতন ছিল অনিবার্য।
বাঘেরি বলেন, ফিলিস্তিন ইস্যুটি ইরানি বিপ্লবের পর থেকে ইসলামী প্রজাতন্ত্রের প্রধান কৌশল ও লক্ষ্য ছিল।
ইরানি গণমাধ্যমগুলো জানিয়েছে, ইসরাইলে হামাসের এই হামলা গোটা বিশ্ববাসীর কাছে ফিলিস্তিনি জনগণের কথা পৌঁছিয়ে দিয়েছে।
সূত্র : জেরুসালেম পোস্ট
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা