ইসরাইলের ট্যাংক গাজার নাসের হাসপাতাল ঘিরে রেখেছে : প্রত্যক্ষদর্শীরা
- নয়া দিগন্ত অনলাইন
- ২৭ মার্চ ২০২৪, ১২:০৯
ইসরাইলি কয়েক ডজন ট্যাঙ্ক এবং সাঁজোয়া যান মঙ্গলবার থেকে গাজার খান ইউনিসের নাসের হাসপাতাল ঘিরে রেখেছে। বুধবার প্রত্যক্ষদর্শীরা এ কথা জানিয়েছেন।
এ দিকে, ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানায়, ইসরাইলি সামরিক অভিযানের ফলে আরো একটি হাসপাতালের ‘সেবা কার্যক্রম বন্ধ’ হয়ে গেছে।
নেসার হাসপাতালের প্রত্যক্ষদর্শীরা এএফপি’কে জানায়, দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের বিস্তীর্ণ কমপ্লেক্সে গুলি চালানো হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো অভিযান চালানো হয়নি। হাসপাতালটিতে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছে।’
গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ‘ইসরাইলি সৈন্যরা অভিযানের প্রস্তুতি হিসেবে এর আশপাশে ‘মর্টারের গোলা এবং সহিংস অভিযান পরিচালনা’ করছে।’
মন্ত্রণালয় বলেছে, ‘হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ এখনো হাসপাতালের ভেতরে রয়েছে। তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে খাবার পানি, খাবার এবং শিশু খাদ্য নেই এবং তাদের জীবন হুমকির মধ্যে রয়েছে।’
ইসরাইলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য এএফপি’র অনুরোধের জবাব দেয়নি।
উল্লেখ্য, গত নয় দিন ধরে ইসরাইলি সৈন্যরা এই অঞ্চলের বৃহত্তম গাজা শহরের আল-শিফা হাসপাতালে এবং এর আশপাশে ভয়াবহ অভিযান চালিয়ে যাচ্ছে। তারা সেখানে ১৭০ ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করেছে এবং আরো শতাধিককে গ্রেফতার করেছে বলে দাবি করেছে।
সূত্র : বাসস/এএফপি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা