যে কারণে গাজার সাংবাদিকদের হত্যা করছে ইসরাইল
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ নভেম্বর ২০২৩, ২০:০৯

গাজার সরকারি মিডিয়া অফিস রোববার ঘোষণা করেছে, ৭ অক্টোবর থেকে ইসরাইলের হামলায় ৬০ জন সাংবাদিক নিহত হয়েছে। ফিলিস্তিনি কর্মকর্তাদের মতে, ইসরাইলি দখলদার বাহিনী ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের টার্গেট করেছে।
তারা বলছে, ‘গাজা সরকার সাংবাদিকদের পরিবার এবং তাদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।’
তাদের অভিযোগ, ‘গাজা উপত্যকায় হামলার সময় সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের ধারাবাহিকতা নিশ্চিত করে যে তারা ইসরাইলি বাহিনীর অন্যতম প্রধান টার্গেট। কারণ আমাদের ৬০ জন সাংবাদিক সহকর্মী নিহত হয়েছেন, যাদের মধ্যে অতি সম্প্রতি সারি মনসুর এবং হাসসুনা ইসলাম।’
কর্মকর্তারা বলেছেন, ‘তাদের উদ্দেশ্য হলো গাজায় দখলদারিত্ব এবং চলমান গণহত্যাকে প্রকাশ করে এমন সত্যের কণ্ঠস্বরকে নীরব করা।’
গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি হামলায় সাড়ে পাঁচ হাজার শিশু এবং সাড়ে তিন হাজার নারীসহ ১৩ হাজার লোক নিহত হয়েছে। আহত হয়েছে ৩২ হাজারেরও বেশি, যাদের মধ্যে ৭৫ শতাংশ শিশু এবং নারী।
সূত্র : মিডেল ইস্ট মনিটর
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা