সৌদি আরব সফরে ইসরাইলি মন্ত্রী
- নয়া দিগন্ত অনলাইন
- ২৬ সেপ্টেম্বর ২০২৩, ২১:০২

ইসরাইলের পর্যটনমন্ত্রী জাতিসঙ্ঘের একটি সম্মেলনে যোগ দিতে সৌদি আরব সফর করছেন। এই প্রথম ইসরাইলি মন্ত্রিসভার কোনো সদস্য প্রকাশ্যে সৌদি আরব সফর করছেন। তিনি আজ মঙ্গলবার দু'দিনের সফরে সৌদি আরব পৌঁছেছেন বলে তার অফিস জানিয়েছে।
ইসরাইলের সাথে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার মার্কিন প্রয়াসের মধ্যে পর্যটনমন্ত্রী হাইম কাটজ এই সফর করলেন। জাতিসঙ্ঘ পর্যটন সংস্থায় ইসরাইলি প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন তিনি।
এ ব্যাপারে সৌদি সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কো সাম্প্রতিক সময়ে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক করার পর ওয়াশিংটন উদ্যোগ নিয়েছে ইসরাইল ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করার।
ফিলিস্তিনিরা মার্কিন মধ্যস্তাতার এই চুক্তিকে তাদের দুর্দশা এবং তাদের রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বিশ্বাসঘাতকতা হিসেবে অভিহিত করেছে।
সূত্র : আল জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা