ইসরাইলের সামরিক অভিযানে ২ ফিলিস্তিনি নিহত
- নয়া দিগন্ত অনলাইন
- ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৯:১৫

ফিলিস্তিনের পশ্চিমতীরের একটি শরণার্থী শিবিরে ইসরাইলের সামরিক অভিযানে দুই ফিলিস্তিনি নিহত হয়েছে। রোববার (২৪ সেপ্টেম্বর) পশ্চিমতীরের তুলকারেম শহরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন আসিদ আবু আলি (২১) ও আব্দুর রহমান আবু দাগাশ (৩২)।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার তুলকারেম শহরের নুর শামস শরণার্থী শিবিরে ইসরাইলের সামরিক বাহিনী অভিযান চালায়। এতে শিবিরের অবকাঠামো ব্যাপক ক্ষয়-ক্ষতির সম্মুখীন হয়।
এ বিষয়ে ইসরাইলের সামরিক বাহিনী বলেছে যে তারা শিবিরের একটি ভবনে ‘জঙ্গি কমান্ড সেন্টার ও বোমা রাখার গুদাম’ ধ্বংস করার জন্য অভিযান চালিয়েছে। এ সময় বাহিনীর ইঞ্জিনিয়ারিং ইউনিট রাস্তার নিচে লাগানো বেশ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটায়। তখন ফিলিস্তিনের সশস্ত্র যোদ্ধারা ইসরাইলি বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় ও বোমা নিক্ষেপ করে। এর প্রতিক্রিয়ায় তারা লাইভ ফায়ার করে।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতেও ইসরাইলি বাহিনী নুর শামস শরণার্থী শিবিরে অভিযান চালিয়েছিল। তখন আয়েদ সামিহ খালেদ আবু হারব (২১) নামের এক তরুণকে মাথায় গুলি করে হত্যা করেছিল তারা।
সূত্র : আল জাজিরা