লিবিয়ায় বন্যায় প্রাণহানি ৩ হাজারে পৌঁছেছে : বেনগাজি কর্তৃপক্ষ
- নয়া দিগন্ত অনলাইন
- ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৬:০৮, আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩, ২২:৩৬
লিবিয়ার পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৩ হাজারে পৌঁছেছে বলে জানিয়েছে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা বেনগাজি কর্তৃপক্ষ।
এদিকে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ত্রিপোলি সরকার ওই অঞ্চলটিকে দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করেছে এবং সেখানে ত্রাণ পাঠানোর ঘোষণা দিয়েছে। ইতোমধ্যে ত্রাণবহর সেখানে যাত্রা শুরু করেছে।
ত্রিপোলি সরকারের প্রধানমন্ত্রী আবদুল হামিদ দবেইবাহ মঙ্গলবার ঘোষণা দিয়েছেন যে, ১৪ টন বহন ক্ষমতার একটি বিমান ওষুধপত্র, চিকিৎসাসামগ্রী ও চিকিৎসাকর্মীদের নিয়ে বেনগাজির উদ্দেশে ছেড়ে গেছে।
ভারী বৃষ্টিপাত ও বন্যায় বেনগাজিভিত্তিক বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকাটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কর্তৃপক্ষ ধারণা করছে, এতে নিহতের সংখ্যা ৩ হাজারে পৌঁছেছে। ভূমধ্যসাগরের উপকূলীয় শহর ডারনায় ১ হাজারেরও বেশি লাশ ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। .
সোমবার ঘূর্ণিঝড় দানিয়েল পূর্ব লিবিয়ায় আঘাত করে। এতে ওয়াদি ডারনা নদীর দুটি বাঁধ ভেঙ্গে যায় এবং পানি লোকালয়ে প্রবেশ করে ব্যাপক দুর্যোগের সৃষ্টি করে।
শহরের আবাসিক এলাকার অনেকটাই ধসে পড়ে এবং সমুদ্রবর্তী অনেকগুলো সেতু পানির তোড়ে ভেসে যায়।
ত্রিপোলি থেকে আলজাজিরার প্রতিবেদক মালিক ত্রাইনা জানিয়েছেন, নিহতের সংখ্যা ৫ হাজার থেকে ১০ হাজার পর্যন্ত হতে পারে।
ঝড়ের কারণে দুর্যোগকবলিত এলাকাগুলো যোগাযোগবিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সেখানকার প্রাণহানি বা ক্ষয়ক্ষতির সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না।
সূত্র : আলজাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা