০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

তুর্কিতে প্রতারণার অভিযোগে ১১ হাজার বছরের জেল

তুর্কিতে প্রতারণার অভিযোগে ১১ হাজার বছরের জেল - ছবি : সংগৃহীত

তুর্কিতে প্রতারণার অভিযোগে ক্রিপ্টো কারেন্সির মূল হোতা ও তার দুই ভাইবোনকে ‍১১ হাজার ১৯৬ বছরের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ২৯ বছর বয়সী ফারুক ফাতিহ ওজারের ক্রিপ্টো কারেন্সি থডেক্স এক্সচেঞ্জে হঠাৎ ধস নামায় ২০২১ সালে তিনি বিনিয়োগকারীদের সম্পদ নিয়ে আলবেনিয়া পালিয়ে যান। চলতি বছরের জুন মাসে তাকে তুর্কিয়েতে ফেরত পাঠানো হয় এবং অর্থ-পাচার, জালিয়াতি ও সংগঠিত অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ওজার আদালতকে বলেছেন যে তার প্রতারণার উদ্দেশ্য হলে তিনি এত অপেশাদারভাবে কাজ করতেন না।

সংবাদ সংস্থা আনাদোলু তাকে উদ্ধৃত করে বলেছে, ‘পৃথিবীতে যেকোনো প্রতিষ্ঠানের নেতৃত্ব দেয়ার জন্য আমি যথেষ্ট বুদ্ধিমান। এটা স্পষ্ট যে আমি ২২ বছর বয়সেই কোম্পানিটি প্রতিষ্ঠা করি।’

২০০৪ সালে মৃত্যুদণ্ডের আদেশ বাতিলের পর থেকে এমন অস্বাভাবিক কারাদণ্ড তুর্কিয়েতে নিয়মিত ঘটনা।

এর আগে, ২০২২ সালে আদনান ওকতার নামে এক টিভি কাল্ট প্রচারককে জালিয়াতি ও যৌন অপরাধের জন্য আট হাজার ৬৫৮ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল। তার অনুসারীদের মধ্যে ১০ জন একই শাস্তি পেয়েছে।
সূত্র : মিডেল ইস্ট মনিটর


আরো সংবাদ



premium cement