০৭ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

ফিলিস্তিনের গাজায় ১ বৈঠকে সম্পূর্ণ কোরআন শোনালেন দেড় হাজার হাফেজ (ভিডিও)

নবজাতককে পাশে রেখে কোরআন মুখস্ত শোনাচ্ছেন এক নারী - ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় এক বৈঠকে সম্পূর্ণ পবিত্র কোরআন শোনালেন ১ হাজার ৪৭১ জন হাফেজ। গত মঙ্গলবার এক বৈঠকে কোরআন খতমের বিশেষ প্রকল্প ‘সাফওয়াতুল হুফফাজ-২’ অনুষ্ঠিত হয়। এটিতেই অংশ নেন গাজার বিভিন্ন এলাকা থেকে সমাগত কোরআনের হাফেজ-হাফেজারা।

মঙ্গলবার আলজাজিরা জানায়, গাজার ইসলাম ও আওক্বফ বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রকল্পটির আয়োজন করে ‘দারুল কোরআন আল-করিম ওয়াস সুন্নাহ’ নামের একটি সংগঠন। প্রকল্পের জন্য পৃথক দু’টি মসজিদ নির্বাচন করা হয়- একটিতে পুরুষ হাফেজগণ এবং অন্যটিতে নারীরা কোরআন শোনান।

পবিত্র কোরআন তেলাওয়াতের মুগ্ধকর এ পরিবেশনা চলে ফজর থেকে মাগরিব পর্যন্ত। এতে অংশ নেয়া নবজাতক সন্তানসহ নারী, শিশু ও বয়স্ক হাফেজদের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে খুব দ্রুতই ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

‘দারুল কোরআন আল-করিম ওয়াস সুন্নাহ’র প্রধান বিলাল ইমাদ জানান, কোরআন শোনানোর এ পর্বে ফিলিস্তিনের নানা বয়সী ও শ্রেণি-পেশার হাফেজরা অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে ৮ বছর বয়সী হাফেজ যেমন ছিলেন, তেমনি ছিলেন ৭২ বছর বয়সী বৃদ্ধও। তাদের মধ্যে ২৬ জন প্রতিবন্ধী, ১৬৩ জন শিক্ষক-শিক্ষিকা, ৩৪ জন নিরাপত্তাকর্মী এবং ৯০ জন চিকিৎসক।

বিলাল ইমাদ আরো জানান, এটি পবিত্র কোরআন শুনানির দ্বিতীয় পর্ব। স্থানীয় বিভিন্ন সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগিতায় তা বাস্তবায়িত হয়েছে।

এর আগে গত ২০২২ সালে প্রথমবারের মতো সংস্থাটি এক বৈঠকে কোরআন শোনানোর আয়োজন করে। তাতে ৫৮১ হাফেজ অংশ নিয়েছিলেন। এদের মধ্যে ৩৩২ জন পুরুষ ও ২৪৯ জন নারী ছিলেন।

উল্লেখ্য, ‘দারুল কোরআন ওয়াস সুন্নাহ’ গাজা-ভিত্তিক একটি সেবামূলক সংস্থা। ১৯৯২ সালে সববয়সীদের মধ্যে পবিত্র কোরআন ও হাদিসের শিক্ষা প্রসারে তা প্রতিষ্ঠিত হয়। কাতারসহ বেশ কিছু দেশ গাজা এলাকার শিক্ষামূলক কার্যক্রম পরিচালনায় এ প্রতিষ্ঠানকে সহায়তা করে থাকে।

সূত্র : আলজাজিরা মুবাশির


আরো সংবাদ



premium cement
কাহালুতে প্রতিবন্ধী তরুণী ধর্ষণ মামলায় বৃদ্ধ গ্রেফতার বেপজা অর্থনৈতিক অঞ্চলে ওষুধ উপকরণ কারখানা স্থাপন করবে চীনা কোম্পানি ফিলিস্তিন ইস্যুতে মুফতি তাকি উসমানির ঐতিহা‌সিক ভাষণ আ'লীগের ক্ষমতা কুক্ষিগত করার মনোবাসনা পূরণ হতে দিবে না জনগণ : এটিএম মা’ছুম সিলেটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে স্থবিরতা প্রার্থিতা ফিরে পেতে ৩য় দিনে ১৫৫ জনের আপিল নাটোর কারাগারে অসুস্থ বিএনপি নেতার রামেক হাসপাতালে মৃত্যু ঝালকাঠিতে বাস-মাহিন্দ্র গাড়ির সংঘর্ষে নিহত ৩, আহত ৫ ই-অরেঞ্জের প্রতারণা : ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নির্বাচনের নামে তামাশা পুরোদমে চলছে : রিজভী ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, আক্রান্ত ৫৩৭

সকল