ফিলিস্তিনি প্রেসিডেন্ট এবং হামাস প্রধানের মধ্যে আলোচনা
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ আগস্ট ২০২৩, ১৩:১৩
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং ইসলামি প্রতিরোধ আন্দোলনের (হামাস) পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়াহ অভ্যন্তরীণ বিভক্তির অবসান এবং অভ্যন্তরীণ পুনর্মিলন নিয়ে এগিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করেছেন।
বৃহস্পতিবার (১০ আগস্ট) ফিলিস্তিনি বার্তা সংস্থা ‘ওয়াফা’ এ খবর জানিয়েছে।
টেলিফোন কথোপকথনে তারা জুলাইয়ের শেষের দিকে মিশরে অনুষ্ঠিত একটি বৈঠকের ফলাফলের ফলোআপ নিয়ে আলোচনা করেন। ওই বৈঠকে ফিলিস্তিনি উপ-দলের নেতারা বিভাজনের অবসানে কাজ করতে এবং জাতীয় ঐক্য গঠনের জন্য একটি কমিটি গঠন করতে সম্মত হন।
এক বিবৃতিতে হামাস বলেছে, আব্বাস এবং হানিয়াহ কমিটি গঠন ত্বরান্বিত করার প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, ‘একমত হওয়া কমিটি সমস্ত ফাইল নিয়ে আলোচনা করবে যাতে এটি সেক্রেটারি-জেনারেল (ফিলিস্তিনি দলগুলোর) পরবর্তী বৈঠকের আগে তাদের আলোচনার ফলাফল উপস্থাপন করতে পারে।’
দুই নেতা ফিলিস্তিনি জনগণকে কাছাকাছি আনতে এবং অভ্যন্তরীণ ঐক্য গঠনের জন্য বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় অভিন্ন জাতীয় অবস্থানকে শক্তিশালী করতে এগিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা