জুলাই মাসে ফিলিস্তিনের ওপর ইসরাইলের ৯০০ হামলা
- নয়া দিগন্ত অনলাইন
- ০৫ আগস্ট ২০২৩, ১৮:০৪

ওয়াল অ্যান্ড সেটেলমেন্ট রেজিস্ট্যান্স কমিশন শুক্রবার ঘোষণা করেছে যে জুলাই মাসে ইসরাইলি দখলদার বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের, তাদের সম্পত্তি ও পবিত্র স্থানগুলোতে ৮৯৭টি আক্রমণ করেছে।
এই আক্রমণের তালিকায় মানুষের ওপর সরাসরি আক্রমণ, সম্পত্তি ভাঙচুর, জমি ভেঙে ফেলা, গ্রামে গাছ উপড়ে ফেলা ও সম্পত্তি দখল ইত্যকার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
এর মধ্যে বেশিরভাগ আক্রমণ হয়েছে জেরুজালেমে (১৪৮), তারপর নাবলুস (১৪০) এরপর হেবরনে।
সূত্রে আরো বলা হয়েছে, বসতি স্থাপনকারীরা অধিকৃত পশ্চিমতীরের বিভিন্ন অংশে ২০২টি হামলা চালিয়েছে। এর মধ্যে নাবলুসে ৬৫টি, রামাল্লায় ৩৫টি ও হেবরনে ২৮টি রয়েছে।
কমিশনের মতে, জুলাই মাসে ধ্বংস, নির্মাণও সুবিধা বন্ধের জন্য ইসরাইল ১৩৯টি আদেশ জারি করেছে। এটি ছিল রেকর্ড সংখ্যক বৃদ্ধি, যা পরে আরো অনেক ধ্বংসের বিষয়ে সতর্ক করে।’
এ নোটিশগুলোর মধ্যে জেরিকোতে মোট ৫৩টি নোটিশ ছিল। তারপর ছিল হেবরন ও সালফিটের প্রতিটিতে ১৯টি করে নোটিশ।
কমিশন আরো বলেছে যে দখলদার বাহিনী প্রধানত হেবরন এবং জেরুজালেমে ৪১টি বাড়ি ও বাণিজ্যিক স্থাপনা ধ্বংস করেছে। ইসরাইলি বাহিনী ও বসতি স্থাপনকারীরা নাবলুসে ১১৭৩ আক্রমণে মোট ২৫৫২টি গাছ কেটেছে বা উপড়ে ফেলেছে।
দখলদার কর্তৃপক্ষ মোট ৩৩টি কাঠামোগত পরিকল্পনা বিবেচনা করে ৩১০টি বন্দোবস্ত ইউনিট নির্মাণের অনুমোদন দিয়েছিল, যখন ফিলিস্তিনি ভূমির ৯২৫,৩২৮টি ডুনামকে প্রভাবিত করে মোট ৬২২টি সেটেলমেন্ট ইউনিটের প্রস্তাব করা হয়েছিল।
সূত্র : মিডল ইস্ট মনিটর
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা