২২ সেপ্টেম্বর ২০২৩, ০৭ আশ্বিন ১৪৩০, ০৬ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

উৎপাদন কমিয়ে তেলের দাম বাড়াতে চায় সৌদি

উৎপাদন কমিয়ে তেলের দাম বাড়াতে চায় সৌদি - ছবি : সংগৃহীত

বিশ্ববাজারে তেলের দাম বাড়াতে উৎপাদন কম করার সিদ্ধান্ত নিল সৌদি আরব। তারা দিনে দশ লাখ ব্যারেল তেল কম উৎপাদন করবে।

ওপেক প্লাস গোষ্ঠীর বৈঠকে তেলের উৎপাদন কম করা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। সেখানে সৌদির নেতৃত্বে ১৩টি দেশ এবং রাশিয়ার নেতৃত্বে ১০টি দেশ আছে। তবে রাশিয়া আর নতুন করে তেলের উৎপাদন কম করতে চাইছে না।

ওপেক প্লাস দেশগুলো আগে যে উৎপাদন কম করার সিদ্ধান্ত নিয়েছিল, সেটাই চালু রাখার পক্ষে মত দিয়েছে। শুধু সৌদি আরব একতরফাভাবে তেলের উৎপাদন দিনে দশ লাখ ব্যারেল কম করবে বলে জানিয়েছে। মে মাসে তারা প্রতিদিন ১০ মিলিয়ন বা এক কোটি ব্যারেল তেল উৎপাদন করেছে। জুলাই থেকে তারা ৯০ লাখ ব্যারেল করবে।

সৌদি কী বলছে?
সৌদি জানিয়েছে, তারা নতুন করে যে উৎপাদন কম করার সিদ্ধান্ত নিয়েছে তা জারি থাকবে।

সৌদির দাবি, বিশ্ববাজারে অশোধিত তেলের দাম কম হওয়ার ফলে তেল উৎপাদক দেশের ক্ষতি হচ্ছে। আর এখন তেলের দাম সমানে ওঠানামা করছে। তারা দামের স্থায়িত্ব চান। তারা চান, যাতে দাম বাড়ে।

সৌদির এই সিদ্ধান্তে তেলের দাম বাড়লে রাশিয়াও লাভবান হবে। কারণ- ভারত, চীন ও তুরস্ক এখন রাশিয়ার কাছ থেকে প্রচুর তেল কেনে। তাদেরও বাড়তি দামে তেল কিনতে হবে।
সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
আইনজীবী ফোরামের সভাপতি মোহাম্মদ আলী, মহাসচিব কায়সার কামাল বিএনপির পটুয়াখালী থেকে পিরোজপুর রোডমার্চ কাল এ সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না : মির্জা ফখরুল শ্রীপুরে এক অপহরণকারী ও ভিকটিমকে উদ্ধার করেছে র‌্যাব বিপিএল খেলতে আগ্রহী সাড়ে ৪ শ’ বিদেশী ক্রিকেটার জাতিসঙ্ঘের আলোচনায় জলবায়ু সঙ্কট ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধ প্রাধান্য কেমন আছে অলৌকিকভাবে বেঁচে যাওয়া সেই শিশুটি ব্যাংকে ঢুকে গ্রাহকের টাকা ছিনতাই : ২ পুলিশসহ ৫ জন রিমান্ডে সন্তানদের বাঁচাতে চা বিক্রেতা বাবার সাহায্যের আকুতি রোহিঙ্গা গণহত্যা মামলায় সহায়তা দিতে ওআইসির প্রতি পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান কাউখালী বাজার থেকে আলু উধাও

সকল