২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

নেতানিয়াহুর বিরুদ্ধে ‘ঐতিহাসিক’ ধর্মঘটে অচল ইসরাইল

নেতানিয়াহুর বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ শুরু হয়েছে। - ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার বিভাগীয় সংস্কার রুখতে ঐতিহাসিক ধর্মঘট ডেকেছে ইসরাইলের সবচেয়ে বড় শ্রমিক ইউনিয়ন।

সোমবার হিস্তাদ্রুত নেতা আরনন বার-ডেভিড এক টেলিভিশন বিবৃতিতে এ ধর্মঘটের ডাক দেন।

প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সরাসরি উদ্দেশ করে আরনন বলেন, ‘বেশি দেরি হয়ে যাওয়ার আগেই বিচার বিভাগীয় সংস্কার কাজ বন্ধ করুন।’

তার এ ঘোষণার পর বন্ধ হয়ে গেছে প্রধান বিমানবন্দর ও দেশটির বৃহত্তম স্থলবন্দরের কার্যক্রম।

দেশটির প্রধান বিমানবন্দর রাজধানীর তেলআবিবের বেন গুরিয়ন বিমানবন্দর বন্দর করে দিয়েছে সব ধরনের বিমান উড্ডয়ন। তবে, বিমানবন্দর কর্তৃপক্ষের মুখপাত্র অফার লেফলার সিএনএনকে বলেছেন, উড্ডয়ন বন্ধ থাকলেও অবতরণ অব্যাহত রাখার চিন্তা করা হয়েছে।

এদিকে, ধর্মঘটে যোগ দিয়েছে দেশটির বৃহত্তর স্থলবন্দরের শ্রমিকরা। হাইফা বন্দরের শ্রমিকরা ধর্মঘটে যোগ দেয়ায় দেশ মূলত অচল হয়ে গেছে।

ইসরাইলি সুপারশপগুলোর প্রধান চেইন আজরিয়েলি গ্রুপও ঘোষণা করেছে যে, তারা ধর্মঘটের সমর্থনে তাদের মলগুলো বন্ধ রাখবে।

ম্যাকডোনাল্ডও দেশজুড়ে তাদের সকল রেস্তোরাঁ বন্ধ করে দিয়েছে। সোমবার এক টুইটবার্তায় একথা জানানো হয়েছে।

উল্লেখ্য, নেতানিয়াহুর সংস্কার পরিকল্পনার মধ্যে সরকারকে বিচারক নিয়োগকারী কমিটির উপর পূর্ণ নিয়ন্ত্রণ দেয়ার কথা বলা হয়েছে।

তবে এ বিষয়টি নিয়ে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষুব্ধ হয়েছে। তারা মনে করে এ বিধানটি ক্ষমতাসীন নেতা নেতানিয়াহুর স্বার্থ বিবেচনা করে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সূত্র : সিএনএন, বিবিসি


আরো সংবাদ



premium cement
এলডিসি থেকে উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পেতে কার্যকর পদক্ষেপ নিন : প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ ‘ট্রি অব পিস’ পুরস্কার বিষয়ে ইউনূস সেন্টারের বিবৃতি আনোয়ারায় বর্তমান স্বামীর হাতে সাবেক স্বামী খুন, গ্রেফতার ৩ ফতুল্লা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বদরের শিক্ষায় ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে : সেলিম উদ্দিন ইসলামের বিজয়ই বদরের মূল চেতনা : ছাত্রশিবির পরিবেশ দূষণে বাংলাদেশে বছরে ২ লাখ ৭২ হাজার মানুষের মৃত্যু : বিশ্বব্যাংক নোয়াখালীতে ল’ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত ‘আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ল’ ইয়ার্স কাউন্সিল কাজ করে যাচ্ছে’ পুকুরে পাওয়া গেল ১০০ ইলিশ

সকল