২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ইরান-সৌদির সুসম্পর্ক ইয়েমেন সঙ্কট নিরসন করবে

ইরান-সৌদির সুসম্পর্ক ইয়েমেন সঙ্কট নিরসন করবে - ছবি : সংগৃহীত

সৌদি আরবের সাথে ইরানের রাজনৈতিক সম্পর্ক পুনঃপ্রবর্তন ইয়েমেনে যুদ্ধবিরতিতে পৌঁছানোর প্রচেষ্টাকে ত্বরান্বিত করবে বলে ইরান জানিয়েছে।

রোববার কাতারভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটর- আনাদোলু নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা’র উদ্ধৃতি দিয়ে জাতিসঙ্ঘে ইরানের স্থায়ী মিশন বলেছে, রিয়াদ ও তেহরানের রাজনৈতিক সম্পর্ক পুনঃপ্রবর্তন দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক এই তিন স্তরেই গুরুত্বপূর্ণ।

এতে আরো বলা হয়েছে, দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার পশ্চিম এশিয়া ও ইসলামী বিশ্বের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।

২০১৪ সালে ইরান-সমর্থিত হাউসি বিদ্রোহীরা রাজধানী সানাসহ দেশের বেশিরভাগ অংশ দখল করেছিল। ওই সময় থেকেই ইয়েমেনে সহিংসতা ও অস্থিতিশীলতা বিরাজ করছে।

উল্লেখ্য, চীন সরকারের সহায়তায় কয়েক দিনের আলোচনার পর গত শুক্রবার ইরান ও সৌদি আরব তাদের দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরায় শুরু করতে সম্মত হয়েছে।
সূত্র : মিডল ইস্ট মনিটর


আরো সংবাদ



premium cement