২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮ আশ্বিন ১৪৩০, ০৭ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

দখলদার বাহিনীর গুলিতে ৩ ফিলিস্তিনি যুবক নিহত

দখলদার বাহিনীর গুলিতে ৩ ফিলিস্তিনি যুবক নিহত - ছবি : সংগৃহীত

দখলদার ইসরাইল বাহিনীর গুলিতে তিন ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ মার্চ) ভোরে দেশটির জেনিন প্রদেশের জাবা শহরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সুফিয়ান আদনান ইসমাঈল ফাখুরি (২৬), নায়েফ আহমাদ ইউসুফ মালাঈশাহ (২৫) ও আহমাদ মোহাম্মাদ জিব ফাসাফাসাহ (২২)।

ফিলিস্তিনি সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে দখলদার বাহিনী জাবা শহরে প্রবেশ করে। এ সময় তারা শহরের উপকণ্ঠে একটি গাড়িকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গাড়ির ভেতরে থাকা তিন যুবক নিহত হন। এরপর তারা শহরের ভেতরে প্রবেশ করে। তারা শহরের বিভিন্ন বাড়ি-ঘর ভাঙচুর করে। নানাজনকে আটক করে।

এ ঘটনায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘দখলদার বাহিনীর এমন কাপুরোষিত আক্রমণ পশ্চিমতীরের প্রতিরোধ আন্দোলনকে থামাতে পারবে না। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’ এ সময় তারা শহীদ পরিবারের প্রতি সমবেদনাও জ্ঞাপন করে।

এ ঘটনায় ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় নিন্দা জানিয়েছে। একইসাথে ফিলিস্তিনের এমন অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালে শুরু থেকে এ পর্যন্ত দখলদার বাহিনীর গুলিতে ৭৮ জন ফিলিস্তিনি শহীদ হয়েছে। তাদের মধ্যে একজন নারী ও ১৪ জন শিশুও রয়েছে।

সূত্র : আলজাজিরা মুবাশ্বির ও ফিলিস্তিনি গণমাধ্যম


আরো সংবাদ



premium cement
৪.৫ মিলিয়ন সুদসহ ২০০ মিলিয়ন ডলার ঋণ বাংলাদেশকে পরিশোধ করেছে শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের ভয়ঙ্কর হয়ে ওঠা জুটি ভাঙলেন অভিষিক্ত খালেদ নিউইয়র্কে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর হাতে স্প্যানিশ নাগরিকের ইসলাম গ্রহণ যুদ্ধে সমর্থন আদায়ের জন্য জেলেনস্কি কানাডায় ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড যে ১০ প্রাণির বিচিত্র সব বৈশিষ্ট্য বিস্ময় জাগায়! ছেলেকে বাঁচাতে নদে ঝাঁপ দেয়া মায়ের লাশ উদ্ধার ‘বিএনপি নির্বাচন হতে দেবে না, যুক্তরাষ্ট্র নির্বাচনে বাধাদানকারীদের নিষেধাজ্ঞা দেবে’ আশুগঞ্জে ৪৪ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার পাওয়ার প্লে শেষে খেলা বাংলাদেশের নিয়ন্ত্রণে ফরিদপুরে ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু

সকল