২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৯ আশ্বিন ১৪৩০, ০৮ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

দখলদার বাহিনীর গুলিতে ৩ ফিলিস্তিনি যুবক নিহত

দখলদার বাহিনীর গুলিতে ৩ ফিলিস্তিনি যুবক নিহত - ছবি : সংগৃহীত

দখলদার ইসরাইল বাহিনীর গুলিতে তিন ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ মার্চ) ভোরে দেশটির জেনিন প্রদেশের জাবা শহরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সুফিয়ান আদনান ইসমাঈল ফাখুরি (২৬), নায়েফ আহমাদ ইউসুফ মালাঈশাহ (২৫) ও আহমাদ মোহাম্মাদ জিব ফাসাফাসাহ (২২)।

ফিলিস্তিনি সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে দখলদার বাহিনী জাবা শহরে প্রবেশ করে। এ সময় তারা শহরের উপকণ্ঠে একটি গাড়িকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গাড়ির ভেতরে থাকা তিন যুবক নিহত হন। এরপর তারা শহরের ভেতরে প্রবেশ করে। তারা শহরের বিভিন্ন বাড়ি-ঘর ভাঙচুর করে। নানাজনকে আটক করে।

এ ঘটনায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘দখলদার বাহিনীর এমন কাপুরোষিত আক্রমণ পশ্চিমতীরের প্রতিরোধ আন্দোলনকে থামাতে পারবে না। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’ এ সময় তারা শহীদ পরিবারের প্রতি সমবেদনাও জ্ঞাপন করে।

এ ঘটনায় ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় নিন্দা জানিয়েছে। একইসাথে ফিলিস্তিনের এমন অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালে শুরু থেকে এ পর্যন্ত দখলদার বাহিনীর গুলিতে ৭৮ জন ফিলিস্তিনি শহীদ হয়েছে। তাদের মধ্যে একজন নারী ও ১৪ জন শিশুও রয়েছে।

সূত্র : আলজাজিরা মুবাশ্বির ও ফিলিস্তিনি গণমাধ্যম


আরো সংবাদ



premium cement
ছোট পরিসরে হলেও নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে ইইউকে সিইসির চিঠি ঈশ্বরদীতে বিয়ের দাওয়াত খেয়ে বরযাত্রীসহ শতাধিক অসুস্থ ডিএমপি কমিশনারকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি চন্দনাইশে পুকুরে ডুবে চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু সর্বোচ্চ রেমিট্যান্স সংগ্রহের জন্য পুরস্কার পেল ইসলামী ব্যাংক আসন্ন জাতীয় নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি প্রস্তুত পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় ৩০ জন আহত সখীপুরে মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে যুবক নিহত অভিবাসন ইস্যুতে জার্মানির ওপর ক্ষুব্ধ ইতালি বাংলাদেশে ভিসানীতিতে যুক্ত হবে গণমাধ্যমও : পিটার হাস শিক্ষা বিস্তারে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান শিক্ষামন্ত্রীর

সকল