২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

দখলদার বাহিনীর গুলিতে ৩ ফিলিস্তিনি যুবক নিহত

দখলদার বাহিনীর গুলিতে ৩ ফিলিস্তিনি যুবক নিহত - ছবি : সংগৃহীত

দখলদার ইসরাইল বাহিনীর গুলিতে তিন ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ মার্চ) ভোরে দেশটির জেনিন প্রদেশের জাবা শহরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সুফিয়ান আদনান ইসমাঈল ফাখুরি (২৬), নায়েফ আহমাদ ইউসুফ মালাঈশাহ (২৫) ও আহমাদ মোহাম্মাদ জিব ফাসাফাসাহ (২২)।

ফিলিস্তিনি সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে দখলদার বাহিনী জাবা শহরে প্রবেশ করে। এ সময় তারা শহরের উপকণ্ঠে একটি গাড়িকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গাড়ির ভেতরে থাকা তিন যুবক নিহত হন। এরপর তারা শহরের ভেতরে প্রবেশ করে। তারা শহরের বিভিন্ন বাড়ি-ঘর ভাঙচুর করে। নানাজনকে আটক করে।

এ ঘটনায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘দখলদার বাহিনীর এমন কাপুরোষিত আক্রমণ পশ্চিমতীরের প্রতিরোধ আন্দোলনকে থামাতে পারবে না। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’ এ সময় তারা শহীদ পরিবারের প্রতি সমবেদনাও জ্ঞাপন করে।

এ ঘটনায় ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় নিন্দা জানিয়েছে। একইসাথে ফিলিস্তিনের এমন অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালে শুরু থেকে এ পর্যন্ত দখলদার বাহিনীর গুলিতে ৭৮ জন ফিলিস্তিনি শহীদ হয়েছে। তাদের মধ্যে একজন নারী ও ১৪ জন শিশুও রয়েছে।

সূত্র : আলজাজিরা মুবাশ্বির ও ফিলিস্তিনি গণমাধ্যম


আরো সংবাদ



premium cement