২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

রমজানের শুভাগমনে মিসরে বাড়ছে ফানুসের চাহিদা

বাহারি ফানুসে ভর্তি মিসরের একটি দোকান - ছবি : সংগৃহীত

আর মাত্র দুই সপ্তাহ পরই শুরু হচ্ছে পবিত্র রমজান। ইবাদতের সাথে সাথে বিশ্ব মুসলিম উম্মাহর কাছে এটি একটি উৎসবের মাসও বটে। যেটি বাস্তবে দেখা যাচ্ছে- মিসরের বাজারগুলোতে। সেখানে বেড়েছে ‍ফানুসের চাহিদা।

মঙ্গলবার ডেইলি সাবাহর আরবি ভার্সনের এক প্রতিবেদন থেকে জানা যায়, দেশটির রাজধানী কায়রোর ঐতিহাসিক শহর সাইয়েদা জায়নাব। সেখানকার নির্দিষ্ট দোকানগুলো এখন বাহারি রঙের ফানুসে ভর্তি।

পত্রিকাটি জানায়, রমজানের শুভাগমনে মিসরীয়দের মধ্যে ফানুসের চাহিদা বেড়েছে। সেজন্যই দোকানিরা হরেক রকম ফানুস এনে দোকান সাজিয়েছেন।

রমজান উপলক্ষে ফানুস দিয়ে ঘর সাজানো, রাস্তা আলোকিত করা আরবদের বহু পুরনো ঐতিহ্য। রমজানের আগমনের শুরুতেই তাই তাদের এই ফানুসের প্রতি এমন আগ্রহ। তবে ফানুসের ব্যবহারে মিসর সবচেয়ে এগিয়ে। দেশটিতে ফানুসসজ্জা সংস্কৃতির অংশ হয়ে দাঁড়িয়েছে।

সূত্র : ডেইলি সাবাহ


আরো সংবাদ



premium cement