১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ভূমিকম্পের পর সিরিয়ার কারাগার থেকে পালিয়েছে আইএস’র ২০ বন্দী

- ছবি - ইন্টারনেট

ভয়াবহ ভূমিকম্পের পর সোমবার সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি কারাগারে বিদ্রোহ করে আইএস’র ২০ বন্দী পালিয়েছে। পলাতক বন্দীদের বেশিরভাগই ইসলামিক স্টেট (আইএস) সদস্য।

কারাগারের একটি সূত্র এএফপি’কে এ কথা জানিয়েছে।

সূত্র জানায়, তুর্কি সীমান্তের রাজো শহরের নিকটবর্তী একটি কারাগারে মিলিটারি পুলিশ দুই হাজার বন্দীকে আটকে রাখে। তাদের প্রায় এক হাজার তিন শ’ আইএস যোদ্ধা বলে সন্দেহ করা হচ্ছে। কারাগারটিতে কুর্দিপন্থী যোদ্ধাও রয়েছে।

তুর্কিপন্থী দলগুলো নিয়ন্ত্রিত রাজো কারাগারের কর্মকর্তা বলেছেন, ভূমিকম্প আঘাত হানার পর, রাজো ক্ষতিগ্রস্ত হলে বন্দীরা বিদ্রোহ শুরু করে ও কারাগারের কিছু অংশ নিয়ন্ত্রণে নেয়।

তিনি জানান, প্রায় ২০ জন বন্দী পালিয়ে গেছে। পলাতক বন্দীরা আইএস সদস্য বলে ধারণা করা হচ্ছে। সাত দশমিক আট মাত্রার ভূমিকম্পের পর ওই অঞ্চলে বেশ কয়েকবার মৃদু ভূমিকম্প অনুভূত হয়।

ব্রিটিশভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়ার মনিটর বলেছে, বন্দীরা পালিয়ে গেছে কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে কারাগারে বিদ্রোহ হয়েছে তা নিশ্চিত।


আরো সংবাদ



premium cement