২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের পর সংযত হওয়ার আহ্বান ম্যাক্রোঁর

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের পর সংযত হওয়ার আহ্বান ম্যাক্রোঁর - ছবি : সংগৃহীত

ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে সর্বশেষ সহিংসতার পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ রোববার উভয় পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন।

তার দফতর জানায়, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে টেলিফোনে আলাপকালে ম্যাক্রোঁ ‘ক্রমবর্ধমান সহিংসতামূলক কার্যক্রম এড়ানোর ক্ষেত্রে সকলের প্রয়োজনীয়তার কথা স্মরণ করেন।’

বিবৃতিতে আরো বলা হয়, তিনি ‘ফিলিস্তিনি ও ইসরাইলিদের মধ্যে সংলাপ ফের শুরু করার ব্যাপারে অবদান রাখার জন্য প্রস্তুত থাকার কথা ব্যক্ত করেন।’

ম্যাক্রোঁ জেরুসালেমের একটি উপসনালয়ের বাইরে শুক্রবারের বন্দুক হামলার ঘটনায় নিন্দা জানানোর কথা পুনর্ব্যক্ত করেন। সেখানে ওই হামলায় সাতজন প্রাণ হারিয়েছে বলে দাবি করা হয়।

এদিকে শনিবার জেরুসালেমে আরেকটি ঘটনায় ১৩ বছর বয়সী এক ফিলিস্তিনি বালক আহত হয়।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement